একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাশায় যুবকদের সংগঠিত এবং তাদের আত্মশক্তিকে বিকশিত করার লক্ষ্যে ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার কাজ করে। দেশের যুব সমাজের মধ্যে গণতান্ত্রিক মনোভাবের বিকাশ ও জনগুরুত্বপূর্ণ বিষয়সমূহে সরকারের দৃষ্টি আকর্ষণ করার কার্যকরী কৌশল হিসেবে ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার যুব ছায়া সংসদ আয়োজন করে থাকে। এর ধারাবাহিকতায় আগামী ১৬ অক্টোবর, রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার, অক্সফ্যাম ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন সহ আরো ৩০টি বেসরকারী উন্নয়ন সংগঠন এবং যুব সংগঠনের সহ-আয়োজনে, ‘খাদ্য অধিকার অর্জনে কর্ম অধিকার এর নিশ্চয়তা চাই’ শীর্ষক উপপাদ্যকে সামনে রেখে ‘‘যুব ছায়া সংসদ” এর ৪র্থ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
একথা সর্বজনবিদিত যে, ‘খাদ্য অধিকার’ সকল নাগরিকের সাংবিধানিক অধিকার এবং কর্মের অধিকারও ঠিক তাই। আমাদের খাদ্য অধিকার নিশ্চিতকরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন মাধ্যম হচ্ছে দেশের সকল মানুষের যোগ্যতা অনুযায়ী কর্ম অধিকার নিশ্চিত করা। জনগণের এই অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে।
সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টিতে সুস্পষ্ট ও বিস্তৃত অঙ্গীকার ব্যক্ত হয়েছে। তথাপি দেশে বেকার অনেক। ‘চাকুরী’ নামের সোনার হরিণের পেছনে অবিরাম ছুটে চলেছে বহু মানুষ। তাদের অনেকেরই ভোগান্তির গল্প হৃদয় বিদারক! চাকুরীর আবেদনপত্রের সাথে ফি হিসেবে টাকা নেয়া একজন প্রার্থীর জন্য ‘মরার উপর খাড়ার ঘা’ হিসেবে চেপে বসে। পাশাপাশি কর্মক্ষেত্রের পরিবেশ, পারিশ্রমিক, সৃজনশীলতা প্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা, ইত্যাদি আরও নানা বিষয়ে অনেক কথা বলার আছে। এর ফলে জনগণের সার্বিক জীবনমানের বস্তুগত ও সংস্কৃতিগত মান এর দৃঢ় উন্নতি সাধনের সাংবিধানিক অঙ্গিকার পূরণ হচ্ছে না।
মহান জাতীয় সংসদের আদলে অনুষ্ঠিতব্য ‘‘যুব ছায়া সংসদ’ এর ৪র্থ অধিবেশনটিতে দেশের ৩০০ নির্বাচনী এলাকার প্রতিনিধি হিসেবে ৩০০ জন যুবক (২৫ বছরের কম বয়সী) অংশ নিবে। অনুষ্ঠিতব্য ‘যুব ছায়া সংসদ’টি বাংলাদেশে খাদ্য অধিকার এবং কর্ম অধিকার নিশ্চিতকরনের পথে বিরাজমান প্রতিবন্ধকতাসমূহ আলোচনা এবং এ বিষয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরবে।
আয়োজিত যুব ছায়া সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন ইরি’র সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও কৃষি বিজ্ঞানী ডঃ জয়নুল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক খাদ্য মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর, এমপি; প্রধান তথ্য কমিশনার, জাতীয় তথ্য কমিশন ডঃ গোলাম রহমান; রাইট টু ফুড বাংলাদেশ এর সাধারন সম্পাদক মহসিন আলী; সেভ দ্য চিলড্রেন এর সিনিয়র ম্যানেজার-ডিআরআর এন্ড সিসিএ সৈয়দ মতিউল আহসান এবং হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান। এছাড়াও আরও বরেণ্য ব্যক্তি এবং বিভিন্ন সংগঠনের সম্মানিত প্রতিনিধি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অন্যতম আয়োজক এবং ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার এর সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম কাফি- ‘‘যুব ছায়া সংসদ” এর ৪র্থ অধিবেশন নিয়ে খুবই আশাবাদী। তিনি মনে করেন গনতন্ত্র চর্চা এবং সংসদীয় রীতি সম্পর্কে ধারণা লাভের জন্য যুব ছায়া সংসদ তরুণদের জন্য উত্তম প্লাটফর্ম।
-কাওছার,জবি