ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩টি চিকিৎসক পদের ১৫টিই খালি

0
0

bhanga-hospital

যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা, ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিক বিবেচনায় ফরিদপুরের নয়টি উপজেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভাঙ্গা উপজেলা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ১০ জেলার যোগাযোগ ব্যবস্থার মধ্যস্থল এই উপজেলা।উপজেলার তিন লাখ মানুষের স্বাস্থ্য সেবার ভরসা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সরকারি ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে ২৩ জন চিকিৎসকের পদ থাকলেও সেখানে মাত্র আটজন চিকিৎসক কর্তব্যরত রয়েছেন। তার মধ্যে আবার গত ০১ অক্টোবর ফরিদপুরের সিভিল সার্জন হঠাৎ পরিদর্শনে গিয়ে পেলেন মাত্র তিনজন চিকিৎসককে।বাকি পাঁচজন চিকিৎসক খান আবু দাউদ, রাশেদ খান, রাশেদুল হাসান, মেহেদী হাসান ও গৌতম চন্দ্র সরকার ছিলেন অনুপস্থিত।সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস এ সময় হাসপাতালের সেবার মান ও অব্যবস্থাপনা নিয়ে নিজেই অসন্তোষ প্রকাশ করলেন।

অব্যবস্থাপনার কারণে কোনো সেবাই সঠিকভাবে পাচ্ছেন না এলাকাবাসী। এমন সংবাদের ভিত্তিতেই এই আকস্মিক পরিদর্শনে আসা।তিনি আরও বলেন, ২৩ জন চিকিৎসকের স্থলে মাত্র আটজন দিয়েই কাজ চলছে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে উপস্থিত পেয়েছি। বাকি পাঁচজনই আবার অনুপস্থিত। নিশ্চয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এই বিষয়ে উপজেলা মেডিকেল কর্মকর্তা মেহেদী হাসান বলেন, হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে কোনো সময় নির্ধারণ নেই। দিনরাত কাজ করতে হচ্ছে। তাই হয়তো সবাই সময়মতো আসতে পারেনি।হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, তিন লাখের বেশি মানুষের চিকিৎসা সেবার একমাত্র আশ্রয়স্থল এই হাসপাতালটিতে লোকবল সংকটের কারণে চিকিৎসা সেবা অনেকটাই ব্যাহত হচ্ছে। হাসপাতালে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here