গাজীপুরে জঙ্গি আস্তানাঃ বাড়ির মালিকের স্ত্রী ও ভাই আটক ॥ ৭ জঙ্গীর ছবি প্রকাশ ॥

0
0

gazipur-1-10-october-2016-follow-up-jmb

জঙ্গীদের তথ্য গোপন করে ভাড়া দেয়ার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁও আফারখোলা পাতারটেক এলাকার বাড়ির মালিক সৌদী প্রবাসী সোলায়মান সরকারের স্ত্রী ও ভাইকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সালমা বেগম (৩২) ও ওসমান গণি সরকার (৪৮)। আটকদের জিজ্ঞাসাবাদের পর সোমবারই ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ সোমবার দুপুরে তার কার্যালয়ে এক ব্রিফিংকালে সাংবাদিকদের ওই তথ্য জানিয়েছেন। এদিকে নোয়াগাঁও পাতারটেক এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত সাত জঙ্গির ছবি প্রকাশ করেছে ডিএমপি।

পুলিশ সুপার হারুন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়াগাঁও পাতার টেক এলাকার সৌদি আরব প্রবাসী সোলায়মান মিয়ার বাড়িতে গত শনিবার সকালে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ), সোয়াত ও গাজীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে গোলাগুলির সময় সাত জঙ্গী নিহত হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। ওই বাড়ির মালিক সোলায়মান সরকার সৌদি আরবে থাকেন। তার অবর্তমানে বাড়িটি তার ছোট ভাই কালীগঞ্জ উপজেলার আজমতপুর স্কুল এন্ড কলেজের ইসলামী শিক্ষার প্রাক্তন প্রভাষক মো. ওসমান গনি সরকার এবং ওই প্রবাসীর স্ত্রী সালমা দেখাশুনা করতেন ও ভাড়া দিতেন। ওসমান সরকারের বাবার নাম আবদুল মজিদ সরকার, তার বাড়ি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামে। শনিবার ওই বাড়িতে অভিযানের পর তারা কালীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন। রোববার রাতে জয়দেবপুর ও কালীগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে তাদের আটক করে। অভিযানে সাত জঙ্গি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আটককৃতদের নাম নেই।

তিনি জানান, শনিবার বিকেলে তাদের লাশ সুরুতহাল প্রতিবেদন তৈরি করে রাতেই শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রবিবার সন্ধ্যায় তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওইসময় তাদের সকলের পরিচয় জানা যায়নি। তাই তাদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা ঢাকা মোডক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর লাশগুলো শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। তাদের দাফনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার হারুন জানান, গাজীপুরের সকল বাড়ি থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি। বাড়ির মালিকদের ভাড়া দেয়ার সময় সতর্ক থাকতে হবে। নতুন ভাড়াটের পরিচয়পত্র ও তথ্য জেনে তাদের তথ্য আমাদের জানাতে হবে। অন্যথায় কোন সমস্যা হলে তাদেরও আইনের আওতায় আনা হবে। নোয়াগাঁও পাতারটেকের ওই বাড়িওয়ালা ও বাড়ির লোকজন ওই জঙ্গিদের তথ্য না দিয়ে কেন তাদের বাড়ি ভাড়া দিলেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, ভোটার আইডি কার্ড নিয়ে ওই যুবকদের ভাড়া দিয়েছিলেন। কিন্তু পুলিশকে ভাড়াটেদের তথ্য জানানোর কথা থাকলেও তারা তা করেননি। তথ্য গোপন করে তারা বাড়ি ভাড়া দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার জন্য আটকদের জিজ্ঞাসাবাদের পর সোমবার দুপুরে তাদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হবে।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, নোয়াগাঁও পাতার টেকের ঘটনায় নিহত ৭ জনের মধ্যে নব্য জেএমবি’র ঢাকা বিভাগের অপারেশন কামান্ডার ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাত থাকলেও তার লাশ পুরোপুরি সনাক্ত করা সম্ভব হয় নি। শনিবার পৃথক দু’অভিযানে নিহত ৯ জনের পরিচয় পুরোপুরি নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্য ময়নাতদন্ত শেষে সবার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

জঙ্গিদের ছবি প্রকাশ ॥
গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় গত শনিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত সাত জঙ্গির ছবি প্রকাশ করে পুলিশকে তাদের পরিচয় জানাতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়াগাঁও পাতার টেক এলাকার সৌদি আরব প্রবাসী সোলায়মান মিয়ার বাড়িতে গত শনিবার সকালে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ), সোয়াত ও গাজীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে গোলাগুলির সময় সাত জঙ্গী নিহত হয়। রবিবার রাতে ঢাকা মহানগর পুলিশের ফেসবুক পাতায় নিহত ওই সাত জঙ্গির রক্তাক্ত ছবি প্রকাশ করা হয়। সেই সঙ্গে ওই ছবির ব্যক্তিদের প্রকৃত পরিচয় জানানোর জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে যে কোনো তথ্য ডিএমপির ফেসবুক পাতার ইনবক্সে বা হ্যালো সিটি অ্যাপে অথবা গাজীপুর জেলা পুলিশকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গতঃ গত শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকার সৌদী প্রবাসী এক ব্যাক্তির বাড়িতে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ), সোয়াত ও গাজীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে নব্য জেএমবির ঢাকা বিভাগের অপারেশন কামান্ডার ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাতসহ ৭ জন এবং এর পাশর্^বর্তী হাড়িনাল পশ্চিমপাড়া লেবু বাগান এলাকার অপর এক বাড়ির ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাব-১ এর অভিযানে অপর দু’জনসহ সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়। এসময় পুলিশের দু’সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একে-২২ রাইফেল, পিস্তল ও গুলিসহ বিপুল পরিমান বিষ্ফোরক উদ্ধার করা হয়েছে। পাতার টেকের ঘটনায় জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা বাদি হয়ে নিহত ৭ জঙ্গি ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে রবিবার দুপুরে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। অপর দিকে হাড়িনালের লেবুবাগান এলাকায় র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হওয়ার ঘটনায় র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জয়নাল আবেদীন বাদি হয়ে রবিবার দিবাগত রাতে একই থানায় অপর একটি মামলা দায়ের করেন। এদিকে গাজীপুরের দু’টি জঙ্গী আস্তানায় গত শনিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানের পর ওই দু’টি বাড়িকে ঘিরে প্রতিদিন উৎসুক জনতা ভীড় জমাচ্ছেন। জঙ্গীরা জেলায় আরো আস্তানা গেড়েছে কি-না তা নিয়েও স্থানীয়দের মাঝে আতংক রয়েছে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here