পাবনায় শারদীয়া দুর্গাৎসব উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রদীপ প্রজ্বলন, শারদ সংখ্যা উমা‘র মোড়ক উন্মোচনসহ নানা আয়োজন

0
0

pabna-mondir-pic

শারদীয়া দুর্গাৎসব উপলক্ষে পাবনা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয়কালী বাড়ী মন্দিরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রদীপ প্রজ্বলন, দুর্গাৎসব উপলক্ষে উমা শারদ সংখ্যা বইয়ের মোড়ক উন্মোচন ও রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে শ্রী শ্রী নৃসিংহদেব বিগ্রহ মন্দির চত্বরে দু:স্থ মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে পাবনার বীর মুক্তিযোদ্ধারা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয়কালী বাড়ী মন্দির চত্ত্বরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রদীপ প্রজ্বলন করেন। পরে পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু উমা নামক শারদ সংখ্যা বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সিনিয়র সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সাংবাদিক ও উন্নয়নকর্মি নরেশ মধু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেনসহ জয়কালীবাড়ি মন্দিরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যায় জেলা প্রশাসক রেখা রানী বালো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রী শ্রী নৃসিংহদেব বিগ্রহ মন্দির চত্বরে দু:স্থ মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করেন। হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি শ্রী গণেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা অতিরিক্ত পুলিশ সুপার শামিমা রহমান, র‌্যাব ১২ কমান্ডার বীনা রানী দাস, এন এস আই‘র সহকারি পরিচালক মোস্তফা কামাল, সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা রায়হানা ইসলাম, রানা গ্রুপের চেয়ারম্যান ও বস্ত্র বিতরণ কমিটির আহবায়ক রুহুল আমিন বিশ্বাস রানা, বাংলাদেশ হিন্দু সংস্কার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনোজ কুমার মন্ডল, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল কুমার ঘোষ, উপদেষ্টা এড: সনৎ কুমার সরকার, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্র, রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান জালাল উদ্দিন, সেক্রেটারী রোটারিয়ান উত্তম কুমার কুন্ডু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু প্রমুখ।

পাবনা প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here