আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সাত বিভাগে জঙ্গি সংশ্লিষ্ট ১৬৯টি মামলা হয়েছে। এসব মামলা পরিচালনায় প্রতিটি বিভাগীয় শহরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক প্রশ্নের জবাবে আরো বলেন, জঙ্গি সংশ্লিষ্ট মামলার মধ্যে ঢাকা বিভাগে ৬০টি, চট্টগ্রাম বিভাগে ৩৬টি, রাজশাহী বিভাগে ২৭টি, খুলনা বিভাগে ১২টি, বরিশাল বিভাগে ৭টি, সিলেট বিভাগে ৮টি, রংপুর বিভাগে ১৯টি মামলা হয়েছে।মন্ত্রী বলেন, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের চেয়ে জঙ্গিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারে বিশেষ ভূমিকা পালন করতে পারবে।সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে বলেন, সরকার জঙ্গি সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তিকল্পে সংশ্লিষ্ট সরকারি কৌশলীদের সাক্ষী উপস্থিত করে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। এসব মামলা যেসব আদালতে বিচারাধীন আছে সেসব আদালতে যেন সার্বক্ষণিকভাবে বিচারক নিযুক্ত থাকেন, অর্থাৎ বিচারক শূন্যতার কারণে মামলার বিচারকার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে আইন ও বিচার বিভাগ সজাগ দৃষ্টি রাখছে।তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূল করার লক্ষ্যে এবং অভিযুক্ত জঙ্গিদের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার সদা সচেষ্ট ও যতœবান রয়েছে এবং ভবিষতেও থাকবে।একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হলো সবচেয়ে বড় ফ্যাক্ট। তাই জরুরি ভিত্তিতে নির্বাচন করতে জেলা পরিষদ অধ্যাদেশ জারি করা হয়েছে- বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হক।
বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের শুরুতেই জেলা পরিষদ অধ্যাদেশ (সংশোধিত), ২০১৬ (অধ্যাদেশ নং-২, ২০১৬) নিয়ে বিরোধিতা করেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী। যদিও তার এই সিদ্ধান্ত প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়েছে। সেই প্রস্তাবের বিপক্ষে যুক্তিতুলে ধরেন আইনমন্ত্রী।আনিসুল হক বলেন, আমাদের প্রধানমন্ত্রীর একটা ডেভেলপমেন্ট স্কিম আছে। সেখানে গণতন্ত্র গুরুত্বপূর্ণ রুল প্রয়োগ করে। নির্বাচনের জন্য একটা সিডিউল ঘোষণা করতে অধ্যাদেশটি জারি করা হয়েছিলো। আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধিবেশন শুরু হওয়ার একদিন আগেই অধ্যাদেশ জারি করা হয়।তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ২০১৪ সালের ২৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত তিনটি অধ্যাদেশ জারি করা হয়েছে। তার মধ্যে এটি একটি। অধ্যাদেশ নম্বর-২। উনি বলেছেন, নির্বাহী ক্ষমতা দেখানোর একটা প্রবণতা। এখানে নির্বাহী ক্ষমতা দেখানোর প্রবণতা কোথায় দেখলেন, প্রশ্ন করেন মন্ত্রী।জরুরি ভিত্তিতে নির্বাচনের জন্য একটা সিডিউল ঘোষণা করতে হবে। আর এটি গণতান্ত্রিক পন্থায় হচ্ছে। অধ্যাদেশ জারি করা অত্যন্ত প্রয়োজন ছিলো। গণতন্ত্রে নির্বাচনই সবচেয়ে বড় কথা। তাই নির্বাচনের তফসিল রক্ষা করার জন্য এই অধ্যাদেশ।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত উচ্চ আদালতসহ নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে সর্বমোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩৩ লাখ ৮৭ হাজার ৮২২টি।তিনি সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, সুপ্রিমকোর্টের আপীল বিভাগে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ২১ হাজার ৪২৮টি। ওই একই সময়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৮৩ হাজার ৮৮টি।তিনি বলেন, দেশের সকল জেলা ও দায়রা জজ আদালতসহ সকল প্রকার ট্রাইব্যুনালে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৪৯৫টি।আইনমন্ত্রী বলেন, সকল ম্যাজিস্ট্রেট আদালতে (সকল সিএমএম ও সিজেএম) একই সময়ে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ১৯ লাখ ৩৬ হাজার ৮১১টি।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, চলতি বছরের এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৮৪৯ জন।তিনি সংসদে সরকারি দলের সদস্য বেগম সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে এ আরো বলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে সম্পূর্ণ সরকারি খরচে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত মোট সরকারি আইনি সহায়তা প্রাপকের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৯৪৮ জন, কারাগারে আটককৃত ব্যক্তির আইন সহায়তা প্রাপকের সংখ্যা ৩০ হাজার ৩৬৪ জন, আইনগত সহায়তা প্রাপ্ত নিষ্পত্তিকৃত মোট দেওয়ানি মামলার সংখ্যা ১৮ হাজার ২৩টি এবং মোট ফৌজদারি মামলার সংখ্যা ৩৪ হাজার ৫০১টি, জেলা লিগ্যাল এইড অফিসার প্রদত্ত আইনগত পরামর্শ গ্রহিতার মোট সংখ্যা ১৩ হাজার ৫৩ জন, জেলা লিগ্যাল এইড অফিসার পরিচালিত মীমাংসা বা মধ্য¯’তার (এডিআর) মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা বা বিরোধের সংখ্যা ১ হাজার ১২৫টি, উপকার ভোগীর সংখ্যা ২ হাজার ৬৭ জন এবং আদায়কৃত অর্থের মোট পরিমাণ ১ কোটি ৫০ লাখ ১৭ হাজার ৩শ’ টাকা, সুপ্রিম কোর্টে জেল আপিল মামলার সুবিধাভোগীর সংখ্যা ১ হাজার ৪৫০ জন, হটলাইনের মাধ্যমে আইনগত তথ্য সেবা গ্রহণকারীর সংখ্যা ১৬ হাজার ৯২৭ জন।মন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে সরকার মামলার জট কমানোর পদক্ষেপ গ্রহণ করেছে।আনিসুল হক বলেন, বিগত ৭ বছরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভােিগ ১৭ জন এবং হাইকোর্ট বিভাগে ৪৭ জন বিচারক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অধঃস্তন আদালতে চার ব্যাচে ৫৮৭ জন সহকারী জজ নিয়োগ করা হয়েছে।তিনি বলেন, ৩৪০ জনকে অতিরিক্ত জেলা জজ হতে জেলা জজ পদে, ২৭৫ জনকে যুগ্ম জেলা জজ হতে অতিরিক্ত জেলা জজ পদে, ৩৪০ জনকে সিনিয়র সহকারী জজ হতে যুগ্ম জেলা পদে ও ৭৬৩ জনকে সহকারী জজ হতে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
আনিসুল হক বলেন, অতি সম্প্রতি ২১৫ জন সিনিয়র সহকারী জজ বা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা সমপর্যায়ের বিচারকদের যুগ্ম জেলা জজ বা সমপর্যায়ের পদে পদোন্নতি প্রদান করায় ওই পদগুলো শূন্য হয়েছে।আইনমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৯ম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ বা সমপর্যায়ের কর্মকর্তা নিয়োগের নিমিত্ত ১শ’ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে। মনোনীত প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগের নিমিত্ত তাদের প্রাক-পরিচয় পুলিশের মাধ্যমে যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণারয়ে অনুরোধ জানিয়ে পত্র পাঠানো হয়েছে।
মন্ত্রী বলেন, এছাড়াও ১০ম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে আরো ১১৫ জন সহকারী জজ বা সমপর্যায়ের কর্মকর্তা নিয়োগের জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন ইতোমধ্যে প্রিলিমিনারী পরীক্ষা সম্পন্ন করে এর ফলাফল প্রকাশ করা হয়েছে।তিনি বলেন, অতি শিগগিরই ওই শূন্য পদসমূহে বিচারক পদায়ন করা হবে। এছাড়া, উচ্চ আদালতে ৪৫টি কর্মকর্তা-কর্মচারী, অধঃস্তন আদালতে ৩৯৭টি কর্মকর্তা-কর্মচারীর পদ সৃজন করা হয়েছে।আইনমন্ত্রী বলেন, সারাদেশে ২১৪টি সহকারী জজ আদালত সৃজনের প্রস্তাব, ৩৪৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সৃজনের প্রস্তাব এবং ১৯টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।তিনি বলেন, এছাড়া ৪১টি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল (সহায়ক কর্মচারীসহ) সৃজনের প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি গ্রহণের পর বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি গ্রহণের জন্য পাঠানো হয়েছে।