গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় বৈধ গ্যাস সংযোগ, ড্রেনেজ ব্যবস্থা ও সড়কের উন্নয়নসহ ১০ দফা দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বৃহষ্পতিবার লাঠিচার্জ করেছে গাজীপুর ডিবি পুলিশ। এতে সাংবাদিকসহ অন্ততঃ ২২ জন আহত হয়েছেন।
আহতরা জানান, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কের পাশে বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় অর্ধসহ¯্রাধিক মানুষ মানববন্ধন কর্মসূচি শুরু করে। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় বৈধ গ্যাস সংযোগ দেয়া এবং অবৈধ গ্যাস-সংযোগকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে সেগুলো বৈধকরণ করা, ড্রেনেজ ও সড়কের উন্নয়ন এবং শহরের রাজবাড়ি সড়কের রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণসহ ১০ দফা দাবিতে গাজীপুর মহানগর উন্নয়ন কমিটির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ওই কমিটির সভাপতি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। এতে বক্তব্য রাখেন ওই কমিটির মহাসচিব ও গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর জবেদ আলী, আজিজুর রহমান শিরিশ প্রমুখ। বক্তারা গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় নাগরিক সুবিধা আদায়ে গ্যাস সংযোগসহ বিভিন্ন দাবি করেন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যের শেষ দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আকস্মিকভাবে ওই কর্মসূচিতে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জে যমুনা টিভির গাজীপুর প্রতিনিধি মো. মহিউদ্দিন রিপন, ক্যামেরা পার্সন ফখরুল ইসলাম ফাহিম, এনটিভির ক্যামেরাম্যান দেবেশ মল্লিক, দৈনিক খবর বাংলাদেশ’র প্রতিনিধি মো.আক্তার হোসেন, দৈনিক নবচেতনার গাজীপুর প্রতিনিধি মাসুদ রানাসহ অন্ততঃ ২২ জন আহত হয়। পুলিশের লাঠির আঘাতে যমুনা টিভি প্রতিনিধির ক্যামেরা ভেঙে যায়।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন বলেন, ‘জেলা প্রশাসন ও পুলিশের অনুমতি ছাড়া মানববন্ধন করছিল। পুলিশ মানববন্ধনকারীদের সরাতে গেলে তারা পুলিশের ওপর চড়াও হয়। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে রাস্তা থেকে সরিয়ে দেয়।
এব্যাপারে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, গাজীপুর মহানগর উন্নয়ন কমিটির শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশ হামলা করে সাংবাদিক ও সাধারণ মানুষকে আহত করেছে।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।