জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খাদিজা বেগম নার্গিসকে দেখতে স্কয়ার হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তার বাবা ও ভাই। এ সময় তাদের কান্নায় ভারী হয়ে ওঠে স্কয়ার হাসপাতালের পরিবেশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে এ হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন খাদিজার বাবা। সেখান থেকে সরাসরি যান স্কয়ার হাসপাতালে মেয়ের শয্যাপাশে। তিনি দুপুর ১২টার দিকে হাসপাতালে পৌঁছার পর মেয়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।অন্যদিকে খাদিজার বড় ভাই চীনে অধ্যয়নরত শাহীন আহমদও বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর স্কয়ার হাসপাতালে চলে যান।
এসময় খাদিজার বাবা, ভাই ও স্বজনদের আহাজারিতে চোখের পানি ধরে রাখতে পারেননি কেউ। মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে খাদিজার বাবা বলেন, শুধু সন্তানদের মানুষ করার জন্য জীবনের বেশির ভাগ সময় প্রবাসে কাটিয়েছি। খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেখতে চান তার বাবা মাসুক মিয়া। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টার সময় স্কয়ার হাসপাতালে মেয়েকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান। বৃহস্পতিবার সকালেই দেশে আসেন সৌদি প্রবাসী মাসুক মিয়া। এদিকে, নার্গিসের ভাই শামীম আহমেদও চীন থেকে এসে পৌঁছেছেন।খাদিজার বাবা বলেন, এমন ঘটনা যেনো আর না ঘটে। আর কোনো বদরুলের হাতে যেন কোনো নারী নির্যাতিত না হয়। বদরুল নামের এ কলঙ্ক যেন পৃথিবীতে আর না আসে। আমি একজন নির্যাতিত মেয়ের পিতা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মিডিয়ার ভাইয়েরা ও দেশবাসীর কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই।
নার্গিসের ভাই শামীম আহমেদ চিকিৎসকের বরাত দিয়ে জানান, আমার বোনের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। বদরুল যে কাজটি করেছে তা খুবই জঘন্য। আমরা এর সুষ্ঠু বিচার চাই। প্রথমে যে কন্ডিশনে এখানে (হাসপাতালে) নিয়ে আসা হয়েছিল তার চেয়ে কন্ডিশন একটু ভালোর দিকে। তবে ৭২ ঘণ্টা পার না হলে সার্বিক অবস্থা বোঝা যাবে না।গত সোমবার (৩ অক্টোবর) বিকেলে সিলেট এমসি কলেজের পরীক্ষা হল থেকে বের হওয়ার পথে প্রকাশ্যে চাপাতি দিয়ে খাদিজার শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে ছাত্রলীগ নেতা বদরুল। এতে খাদিজা মাথা ও হাতে গুরুতর আঘাত পান। খাদিজার সহপাঠীসহ স্থানীয় জনতা ধাওয়া করে বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতকে। বদরুল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক। খাদিজাকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একদফা অস্ত্রোপচার শেষে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার ভোরে খাদিজাকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরেক দফা তার মাথায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা খাদিজাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।