পূজায় জঙ্গি হামলার কোন হুমকি নেই: ডিএমপি কমিশনার

0
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।বুধবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পূজায় কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা বা হুমকি নেই।গত বছরজুড়ে হিন্দুসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের উপর জঙ্গি হামলার প্রেক্ষাপটে এবার পূজার সময় সরকারের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

গুলশান ও শোলাকিয়ায় হামলার পর র‌্যাব-পুলিশের জঙ্গি দমন অভিযানের মধ্েয সে ধরনের ঘটনা কয়েক মাস ধরে না ঘটলেও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল সম্প্রতি বলেছিলেন, তারা আতঙ্কিত না হলেও শঙ্কামুক্ত নন।পূজার সময় ঢাকা মহানগরীর ২২৬টি ম-পকে আলাদা আলাদাভাবে শ্রেণিভুক্ত করে নিরাপত্তা দেওয়া হবে বলে জানান পুলিশ কমিশনার।ঢাকেশ্বরী, রামকৃষ্ণ, ধানমন্ডি ও বনানী মন্ডপকে এ ক্যাটগরি এবং কালীমন্দির, সিদ্ধেশ্বরী ও উত্তরার মন্ডপকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে।এছাড়া ৮৮টি অধিক গুরুত্বপূর্ণ, ৮৩টি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এবং ৪৮টি ম-পকে সাধারণ ক্যাটাগরিতে রাখা হয়েছে।

প্রত্যেক মন্ডপে সিসি-ক্যামেরা, প্রবেশ পথে আর্চওয়ে থাকবে। পূজাম-পের ভেতরে ব্যাগ, ছুরি, কাঁচি বা দাহ্য কিছু নিয়ে ঢোকা যাবে না বলে জানান পুলিশ কমিশনার।তিনি বলেন, রাজধানীর পূজাম-পগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রমনা ও ঢাকেশ্বরীতে দুটি অস্থায়ী ক্যাম্প বসানো হবে। ম-পসহ পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।এছাড়া প্রতিটি মন্ডপে জনপ্রতিনিধিদের নিয়ে নিরাপত্তা কমিটি করা হয়েছে বলে ও জানান আছাদুজ্জামান।দশমীর দিন প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ‘বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান তিনি।মূল শোভাযাত্রার সঙ্গে বিসর্জন দিতে হলে আগেই ঢাকেশ্বরীতে এসে যুক্ত হবেন।মহালয়ার মধ্য দিয়ে শুক্রবার থেকে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে ৭ অক্টোবর শুরু হবে মূল পূজা। ১১ অক্টোবর প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসব।গত বছর সারাদেশে ২৯ হাজার ৭৪টি মন্ডপে দুর্গাপূজা হলেও এবার তা বেড়ে ২৯ হাজার ৩৯৫টি মন্ডপে হবে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি।

এদিকে,মামলার ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় ঢাকার দারুস সালাম থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।তারা হলেন- উপ-পরিদর্শক কামরুল হাসান, সহকারি উপ-পরিদর্শক শ্যামল দাস বংশী এবং দুই কনস্টেবল মোহাম্মদ ফয়েজ, কামরুল ইসলাম।মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, একটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তাদের ক্লোজ করা হয়েছে।প্রকাশিত খবরে বলা হয়েছে, চার পুলিশ সদস্য এক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক বহনের মামলা করবেন বলে তার কাছে এক লাখ টাকা দাবি করেন। পরে তারা ওই ব্যবসায়ীর কাছ থেকে দশ হাজার টাকা আদায় করেন।পুলিশের দারুস সালাম জোনের এডিসি শরীফুল ইসলামকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here