পাবনায় ডাকাতির চেষ্টাকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য আটক ঃ ব্যবসায়ী আহত ঃ অস্ত্র উদ্ধার

0
0

Arrest-Doinikbartaপাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে চালের দোকানে ডাকাতির চেষ্টাকালে আকুব্বর (৪০) ও মোস্তফা (৫০) নামের দুই আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গনপিটুনী দিয়ে আটক ও দুইটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এসময় ডাকাতদের ছোঁড়া বন্দুকের গুলিতে ব্যবসায়ী আতোয়ার হোসেন ও তার ছেলে রকি আহত হয়েছে। আটককৃত দুই ডাকাত হলো গাজীপুর চান্দুরার জিহাদ হোসেনের ছেলে মোস্তফা ও পাবনা সুজানগর থানার ক্ষেতুপাড়া গ্রামের খবির মোল্লার ছেলে আকুব্বর। বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।

পাবনা সদর থানার পুলিশ উপ-পরিদর্শক আরিফুল ইসলাম জানান, সন্ধ্যায় একটি মাইক্রোবাসযোগে ৪/৫ জনের একদল ডাকাত সশস্ত্র অবস্থায় টেবুনিয়া বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী আতোয়ারের দোকানের সামনে গিয়ে এলোপাতাড়ি বন্দুকের গুলি ছুঁড়ে আতংক সৃষ্টি করে। পরে তারা দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় দোকান মালিকের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তির এক পর্যায়ে স্থানীয় জনতা ছুটে আসে এবং দুই ডাকাতকে ধরে গনপিটুনী দেয়। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদের বন্দুকের গুলিতে দোকান মালিক আতোয়ার হোসেন ও তার ছেলে রকি এবং সবুজ নামের এক স্থানীয় যুবক গুরুতর আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই ডাকাতকে উদ্ধার করে পুলিশী হেফাজতে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

পাবনা প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here