সিরিয়ায় বিমান হামলায় আল কায়েদার উর্ধ্বতন নেতা নিহত

0
0

2016-07-28-abu-muhammad-al-jolani-and-his-deputies-announce-splitসিরিয়ায় বিমান হামলায় আল কায়েদার উর্ধ্বতন এক নেতা নিহত হয়েছে। পেন্টাগন তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা উল্লেখ করার পর সোমবার সিরিয়ার এক জিহাদি সংগঠন এ খবর নিশ্চিত করে। জিহাদি ওই সংগঠন আগে আল কায়েদার সহযোগী বলে পরিচিত ছিল। জিহাদি সংগঠন ফাতেহ আল শাম ফ্রন্ট জানায়, ইদলিব প্রদেশের পশ্চিমে মার্কিন জোটের বিমান হামলার পর মিশরের নাগরিক আহমেদ সালামা মাবরৌক নিহত হয়েছেন। তিনি আবু ফারাজ নামেও পরিচিত ছিলেন।

১৯৫৬ সালে কায়রোর উপকণ্ঠে জন্ম নেয়া মাবরৌক আল কায়েদার প্রবীণ নেতা ও ফাতেহ আল শাম ফ্রন্টের কমান্ডার ছিলেন।পেন্টাগন মুখপাত্র পিটার কুক ইদলিবের কাছে মাবরৌককে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথা নিশ্চিত করেন। তিনি মাবরৌককে সিরিয়ার অন্যতম উর্ধ্বতন আল কায়েদা নেতা ও আল কায়েদা সন্ত্রাসীদের উত্তরাধিকার হিসেবে উল্লেখ করেন। তার সঙ্গে ওসামা বিন লাদেনের সম্পর্ক ছিল বলেও তিনি জানান। তবে কুক বলেন, বিমান হামলায় তিনি সত্যিই নিহত হয়েছেন কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। তিনি এক বিবৃতিতে বলেন, সত্যিই তিনি নিহত হলে উর্ধ্বতন আল কায়েদা নেতা ও চরমপন্থীদের মধ্যে সমন্বয় সাধনে ব্যাঘাত ঘটবে। কুকু বলেন, আল কায়েদার অভিযান ব্যাহত করতে এবং তাদের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অব্যাহতভাবে সংগঠনটির নেতাদের লক্ষ্যে পরিণত করবে। ফাতেহ আল শাম আগে আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here