এক-এগারোর সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার চলে গেলেও তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার ওপর পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়।দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে কঠিন পথ অতিক্রম করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।তিনি বলেন, বর্তমান সরকার ১/১১’র ফসল। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে এ সরকার। সামনে অনিশ্চিত পথ। জনগণের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে হলে বিএনপিকে কঠিন পথ অতিক্রম করতে হবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা হান্নান শাহ স্মরণে শোকসভায় তিনি এ মন্তব্য করেন। শোকসভার আয়োজন করে অল কমিউনিটি ফোরাম।গয়েশ্বর চন্দ্র বলেন, ১৯৯১ সালের নির্বাচন বিএনপি চেয়ারপারসনের আপসহীন নেতৃত্বের ফল। ওই সময় নেত্রীর আপসহীন মনোভাব ও জিয়ার আর্দশ ছাড়া আমাদের কোনো পুঁজি ছিলো না।তিনি বলেন, রাজনীতিতে প্রকৃত বন্ধু চেনার জন্য খালেদা জিয়ার জীবনে ১/১১ এর অভিজ্ঞতার দরকার ছিলো। ১/১১ না আসলে তিনি বুঝতে পারতেন না রাজনীতিতে তার সঙ্গে কে শেষ পযর্ন্ত হাটবে। তবে এক প্রকারের মানুষ আছে বিপদে পড়লেও বন্ধু চেনে না।তিনি বলেন, মঈনউদ্দিন-ফখরুদ্দিনরা চলে গেলেও ‘এক-এগারোর ষড়যন্ত্র’ যায়নি। এর বাস্তবায়ন আরও নিশ্চিতভাবে চলছে।এক-এগারোতে যে ষড়যন্ত্র করার জন্য হয়েছিল, সেই ষড়যন্ত্র পাকাপোক্ত করা এবং সেটা বাস্তবায়নের দায়িত্ব পড়েছে বর্তমান সরকারের প্রধান শেখ হাসিনার ওপর।
সেনানিয়ন্ত্রিত সেই তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনার ধারাবাহিক বাস্তবায়নের শেখ হাসিনার নিষ্ঠুর আচরণে দেশ থেকে গণতন্ত্র হারিয়ে গেছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।ইলিয়াস আলীর মতো গণতন্ত্রও গুম হয়ে গেছে মন্তব্য করে গয়েশ্বর বলেন, এই নিখোঁজ গণতন্ত্র খুঁজে পাওয়ার একটা কঠিন পরীক্ষা আমাদের দিতে হচ্ছে।গণতন্ত্রকে আমাদের উদ্ধার করতে হবে। জনগণের গণতন্ত্র জনগণের কাছে ফেরত দিতে হবে। এটা একটা কঠিন কাজ হয়ে গেছে।
এক-এগারোর সময়ে বিএনপির দুঃসময়ে দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের ভূমিকার স্মৃতিচারণ করেন গয়েশ্বর।ওই সময়টা না আসলে উনি (খালেদা জিয়া) বুঝতে পারতেন না, কে তার প্রকৃত বন্ধু, কে শত্র“, রাজনীতিতে তার সাথে শেষ সময় পর্যন্ত কে হাটবে, কে হাটবে না। হান্নান শাহ সম্পর্কে তিনি বলেন, হান্নান শাহ সৎ, সাহসী ও সত্য কথা বলা নেতা ছিলেন। হান্নান ভাই গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই শুরু করছিলেন তা আমাদের চালিয়ে যেতে হবে। তাহলে তার আত্মা শান্তি পাবে।অল কমিউনিটি ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে শোকসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, হান্নান শাহর ছেলে রিয়াজুল হান্নান, অল কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক মো. কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।