ফতুল্লায় অনুষ্ঠিত ওয়ার্মআপ ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ইমরুল কায়েস। ইনিংসের প্রথম বলেই কভারের উপর দিয়ে বাউন্ডারি মেরে ভালো শুরুর ইঙ্গিত রেখেছিলেন তিনি। আউট হওয়ার আগ পর্যন্ত যা অব্যাহত ছিল। শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিজ্ঞ এই ওপেনার। লেগ স্পিনার আদিল রশিদের বলটি পয়েন্টে ঠেলে দিয়েই সেঞ্চুরি পূর্ণ করেছেন ইমরুল। ৮১ বলে ৯ চার ও ৪ ছয়ে শতক পান তিনি।
এদিন ইংল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন ইমরুল কায়েস। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে ইংলিশ বোলারদের কোনঠাসা করে রাখেন তিনি। শেষ পর্যন্ত ৯১ বলে ১১ চার ও ৬ ছয়ে তিনি তার ১২১ রানের ইনিংসটি সাজিয়েছেন। ডেভিড উইলির ২৯তম ওভারের প্রথম ও তৃতীয় বলে বিশাল ছক্কা মারেন। তবে পঞ্চম বলটি সজরে খেলতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে সাঝঘরে ফিরতে বাধ্য হন। ইংল্যান্ড সিরিজের আগে প্রস্তুতিটা ভালোভাবেই নিলেন ইমরুল। না খেলানোর জবাবটাও দিয়ে রাখলেন ঠিক ভাবে!
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকলেও একটি মাত্র ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। প্রথম ম্যাচে ৩৭ রানের ইনিংস খেললেও সুযোগ হয়নি দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে। সকাল সাড়ে দশটায় শুরু হওয়া ম্যাচটিতে আগে ব্যাটিং করে বিসিবি একাদশ। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের ৫জন ক্রিকেটার খেলছেন। এরা হলেন- সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, আল আমিন হোসেন ও নাসির হোসেন। ইমরুল-নাসির-মুশফিকের ব্যাটে আগে ব্যাটিং করে বিসিবি একাদশ ৯ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করেছে। ইংলিশদের জন্য জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩১০ রান।
ইনিংসের শুরুতে সৌম্য ব্যক্তিগত ৭ রানে ফিরে গেলেও নাজমুল হোসেন ও ইমরুল মিলে দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ করেন। নাজমুল ব্যক্তিগত ৩৬ রানে ফিরে গেলে ক্রিজে নামেন মুশফিক। তৃতীয় উইকেটে ইমরুল-মুশফিক মিলে যোগ করেন ৭১ রান। ততক্ষণে বিদায় নেন ইমরুল কায়েস। ৯১ বলে ১১ চার ও ৬ ছয়ে ইমরুল ফতুল্লায় ঝড় তোলেন। তাকে থামান বাঁহাতি পেসার ডেভিড উইলি। এরপর মুশফিক (৫১), নাসির হোসেনের (৪৬) ব্যাটে বিসিবি ৩০৯ রান সংগ্রহ করে।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ক্রিস ওকস সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। ৯ ওভারে ৫২ রান খরচায় তিনি তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া ডেভিড উইলি ও বেন স্টোকস নিয়েছেন দুটি করে উইকেট। বাকি একটি উইকেট নিয়েছেন আদিল রশিদ।