পুলিশের সকল সাফল্যের মূল উৎস জনগণ : ডিএমপি কমিশনার

0
0

কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জনগণের সম্পৃক্ততা ও পুলিশিকাজে জনগণ সহযোগিতা করছে বলেই পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় সফল হচ্ছে। আমাদের সাম্প্রতিক সব সফলতার মূলেই রয়েছে সম্মানিত জনসাধারণের সহযোগিতা। তারা জঙ্গীবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বলেই আমরা সফল হতে পেরেছি। মূলত জনগণই আমাদের সফলতার মূল উৎস। মঙ্গলবার ডিএমপি সদর দফতরে রানার গ্রুপের পক্ষ থেকে ১০টি হিউম্যান হলার হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন।ডিএমপি কমিশনার রানার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই গাড়িগুলো ডিএমপি’র থানা এলাকায় টহল কাজে ব্যবহৃত হবে যার ফলে চুরি, দস্যুতা, ডাকাতি, ছিনতাইসহ নানাবিধ অপরাধের প্রবণতা কমে যাবে।

হিউম্যান হলার প্রদান অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, আমি একজন ব্যবসায়ী আর ব্যবসার সফলতা নির্ভর করে আইন শৃংঙ্খলার নিয়ন্ত্রণের মাধ্যমে। যেকোন সমস্যায় আমরা পুলিশের সাহায্য সহায়তা পেয়ে থাকি। পুলিশ বর্তমানে তাদের কর্মদক্ষতার মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করে আমাদের ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করছে যা অত্যন্ত প্রশংসার দাবিদার।
তিনি আরো বলেন, আমরা ডিএমপি’র পাশে আছি এবং সব সময় থাকব। আইন-শৃংঙ্খলা উন্নতির লক্ষ্যে ডিএমপিকে ১০টি গাড়ি উপহার দিতে পেরে আমরা আনন্দিত।এসময় আরও উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিকুল জামান ব্যবস্থাপনা পরিচালক রানার গ্র“প, পরিচালক রানার মটরস নজর ই জিলানী, সিনিয়র জিএম তাইফুর রহমান এবং ডিএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

এদিকে,ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ। যেখানে ঢাকায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এ ম্যাচগুলোর নিরাপত্তা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের বিশ্বমানের নজিরবিহীন নিরাপত্তা দেওয়া হবে।মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হোটেল থেকে মাঠ ও মাঠ থেকে হোটেলে যাওয়ার সময় খেলোয়াড়দের ভিভিআইপি রোড প্রোটেকশন দেওয়া হবে। সে সময় স্টেডিয়াম থেকে ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত সব ধরণের দোকান বন্ধ থাকবে। পরো মাঠে সিসি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে। ভেতর থাকবে ভেন্যু অপারেশন সেন্টার।কোনো রকমের দাহ্য পদার্থ, ব্যাগ ও ছুরি নিয়ে মাঠের ভেতর প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে আসা প্রতিনিধি দলের কথা অনুযায়ী নিরাপত্তা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here