পাবনায় দূর্বৃত্তদের ছোঁড়া বোমা বিস্ফোরণে শ্বাশুড়ী নিহত এবং পুত্র বধু গুরুত্বর ভাবে আহত হয়েছেন। নিহত শ্বাশুড়ী মাহিরন বেগম (৭৫) চরবলরামপুর গ্রামের তাজু প্রামানিকের স্ত্রী এবং আহত রেশমা খাতুন (৩০) তার ছেলে আজিবর প্রামানিকের স্ত্রী।মঙ্গলবার ভোর ৫টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের চর বলরামপুর গ্রামে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত রেশমা খাতুনের স্বামী আজিবর জানান, সকাল সাড়ে ৫টার দিকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে ঊঠে বাইরে হওয়ামাত্র দূর্বৃত্তরা বোমা ছুড়ে মারে। বোমা বিস্ফোরনে তার মা ও স্ত্রী গুরুত্বর ভাবে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৯টার দিকে তার মা মাহিরন বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ খান জানান, বোমা বিস্ফোরনের ঘটনাটি শুনেছি।
পাবনা সদর থানার পুলিশ উপ-পরিদর্শক(এসআই) সুব্রত কুমার মৃত্যু ও বোমা বিস্ফোরনের তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে কিভাবে বোমা বিস্ফোরণ হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পাবনা প্রতিনিধি