সীমানা নির্ধারণের পর জেলা পরিষদ নির্বাচন

0
0

%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সীমানা নির্ধারণ হলেই সরকার নির্বাচন অনুষ্ঠানের সময়সীমার প্রজ্ঞাপন জারি করবে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের তারকা চিহ্নিত প্রশ্ন ৪৯৬ এর জবাবে সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক একথা বলেন।আইনমন্ত্রী বলেন, জেলা পরিষদ আইন-২০০০ এর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ- এ এই নির্বাচন পরিচালনা বিধিমালা প্রণয়নের ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়ায় বিধি প্রণয়নের কাজ চলমান রয়েছে। ৬১টি জেলা পরিষদের পদ সংখ্যা ১ হাজার ২৮১টি।

প্রসঙ্গত, পার্বত্য তিনটি জেলা বাদে বাকি ৬১ জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর প্রথমবারের মতো পদ সৃষ্টি করে প্রশাসক নিয়োগ করে সরকার। বর্তমানে জেলা পরিষদের প্রশাসক নিয়োগের অবসান ঘটাতে জেলা প্রশাসনের নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে জনগণের সরাসরি অংশগ্রহণে নয়, পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য প্রতিনিধি নির্বাচন করা হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে। আর নির্বাচন হবে দলীয়ভাবে।

আইনমন্ত্রী বলেন, জেলা পরিষদ আইন-২০০০ এর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ- এ এই নির্বাচন পরিচালনা বিধিমালা প্রণয়নের ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়ায় বিধি প্রণয়নের কাজ চলছে। তিনি বলেন, ৬১টি জেলা পরিষদের পদের সংখ্যা ১ হাজার ২৮১টি।

এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা শহরে চাহিদা অনুযায়ী পানির কোন ঘাটতি নেই।তিনি সোমবার সংসদে সরকারি দলের সদস্য বেগম সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে একথা বলেন।মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা শহরে পানির চাহিদার পরিমাণ দৈনিক ২১৪ থেকে ২৩০ কোটি লিটার। এর বিপরীতে ঢাকা ওয়াসার পানি সরবরাহের সক্ষমতা দৈনিক ২৪৫ কোটি লিটার।তিনি বলেন, রাজধানীতে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য পুরাতন পাইপ লাইন পরিবর্তন করে সর্বাধুনিক ডিএমএ (ডিস্টিকট মিটারড এরিয়া) পদ্ধতির মাধ্যমে পানি সরবরাহের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ জন্য দু’টি মেঘা প্রজেক্ট দ্রুততার সাথে কাজ করছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি বাড়ি একটি খামার প্রধানমন্ত্রীর স্বপ্নপ্রসূত ক্ষুদ্র সঞ্চয় মডেলের উপর প্রতিষ্ঠিত প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত দেশের ১ কোটি ১০ লাখ লোককে দারিদ্র্য বিমোচনের প্রক্রিয়ায় আনা হয়েছে।সরকারি দলের মো. নজরুল ইসলাম বাবুর পক্ষে সরকারি দলের আবুল কালামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, পকল্পে সারাদেশে ৪০ হাজার ২১৬টি গ্রাম উন্নয়ন সংগঠনের মাধ্যমে প্রায় ২২ লাখ দরিদ্র পরিবারের সদস্য এর মধ্যে অর্ন্তভূক্ত রয়েছে।তিনি বলেন, দেশের বাকি ছিন্নমূল মানুষকে প্রকল্পের আওতায় এনে সারাদেশে ভালভাবে প্রকল্পটি সম্প্রসারণে প্রধানমন্ত্রী অনুশাসন প্রদান করেছেন।মন্ত্রী বলেন, ২০২০ সালের জুনের মধ্যে দেশের আরো ৩৬ লাখ পরিবার তথা ১ কোটি ৮০ লাখ লোককে দারিদ্র্য বিমোচনের প্রক্রিয়ায় আনতে প্রকল্পের ৩য় সংশোধনী প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এ প্রস্তাব একনেক-এ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here