নির্বাচনের জন্য পদত্যাগ করতে হবে জেলা পরিষদ প্রশাসকদের

0
0

03-10-16-pm_cabinet-meeting-3

জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চাইলে বর্তমান প্রশাসকদের পদত্যাগের বিধান যোগ করে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ’ আবারও সংশোধনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। ফৌজদারি মামলায় আদালতে গৃহিত অভিযোগপত্রে নাম এলে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাময়িক বরখাস্ত করা এবং চেয়ারম্যানের অনুপস্থিতিতে সরকার মনোনীত কোনো ব্যক্তিকে ওই দায়িত্ব দেওয়ার সুযোগ রেখে গত ২৯ অগাস্ট জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

সংসদ অধিবেশন চলমান না থাকায় জরুরি বিবেচনায়’ গত ৫ সেপ্টেম্বর অধ্যাদেশ আকারে জারি করা হয় সংশোধিত ওই আইন। জেলা পরিষদের বর্তমান মনোনীত প্রশাসকরা কীভাবে পরবর্তী নির্বাচনে অংশ নেবেন, সে বিষয়ে কোনো নির্দেশনা ওই অধ্যাদেশে ছিল না। জেলা পরিষদ আইনের ৬ (চ) ধারায় বলা আছে, কোনো ব্যক্তি চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্য নির্বাচিত হইবার এবং থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি জাতীয় সংসদের সদস্য বা অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষের নির্বাচিত চেয়ারম্যান বা সদস্য হন বা থাকেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এই উপধারায় জেলা প্রশাসক শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে।আইনটি সংশোধন হলে জেলা পরিষদের নিয়োগকৃত প্রশাসকরা পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হতে পারবেন।

তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।তাদের মেয়াদপূর্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যানের একক ক্ষমতা কমিয়ে আইন সংশোধন করে গত অগাস্টে তা অধ্যাদেশ আকারে জারি করেছিল সরকার।ওই অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই আইন হিসেবে পাসের জন্য সংসদে তোলার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সচিব বলেন,এ জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি অধ্যাদেশ-২০১৬’ মন্ত্রিপরিষদ অনুমোদন করেছে। প্রায় একইরকম আইন পাস করা হয়েছে। তবে জেলাপরিষদ অধ্যাদেশের ক্ষেত্রে ছয় ধারার চ-এর দুই উপধারায় উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদের সদস্য, কোনো স্থানীয় সরকারের চেয়ারম্যান ও সদস্য এবং জেলা প্রশাসকেরা স্বপদে থেকে নির্বাচন করতে পারবেন না। তবে পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করতে পারবেন। ২০ এর ২ ধারায় যেকেনো সময়ের স্থানে তারিখ নির্দিষ্ট করে বলা হয়েছে।

তিনি বলেন, আজকের বৈঠকে দু’টি সম্পূরক এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস অগ্নিকান্ডে নিহতদের স্মরণে এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে ২টি শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর জাতিসংঘে দু’টি পুরস্কার ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পুরস্কার পাওয়ায় অভিনন্দন প্রস্তাব পাস হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here