গাজীপুরের কালিয়াকৈরে যমুনা গ্রুপের সুতার কারখানা যমুনা স্পিনিং মিলে রবিবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া ৬ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুন পুরোপুরি নেভানোর জন্য সন্ধ্যা পর্যন্ত কাজ করছিল। এঘটনায় হাতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুনে তুলা ও মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষথেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আক্তারুজ্জামান ও স্থানীয়রা জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে একই ক্যাম্পাসে যমুনা শিল্প গ্রুপের ৫টি কারখানা রয়েছে। রবিবার ভোর সোয়া ৫টার দিকে ওই ক্যাম্পাস্থিত সুতার কারখানা যমুনা স্পিনিং মিলের একতলা টিনসেড ভবনের ডেনিম রিসাইক্লিনিং প্ল্যান্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সেকশনে তুলাকে রিসাইক্লিনিং করে সুতার তৈরীর জন্য উপযোগী করা হয়। এ ঘটনার সময় নাইট শিফটের শ্রমিকরা ডিউটি শেষ করে বাড়ি ফিরার প্রস্তুতি নিচ্ছিল। সুতা তৈরীর এ কারখানার একতলা টিনশেড ভবনের সিলিংয়ে ডাস্ট থাকার কারনে আগুন মুহুর্তেই ফিনিশিং, নিটিং, তুলা ও সুতার গুদামে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা প্রথমে কারখানার নিজস্ব ফায়ার ফাইটিং দিয়ে আগুন নিভানের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়।
ইতোমধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিকান্ডের খবর পেয়ে গাজীপুরের কালিয়াকৈর, জয়দেবপুর, শ্রীপুর, সাভার, সাভারের ইপিজেড, মিরপুর, ধামরাই ও টাঙ্গাইলের মির্জাপুরসহ ফায়ার সার্ভিসের সদর দফতর ১৬ ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা একটানা ৩ঘন্টা ধরে পানি নিক্ষেপ করার পর সকাল ৮টা থেকে পানি সংকট দেখা দেয়। ফলে আগুন নিয়ন্ত্রন কাজ কিছুটা ব্যাহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সোয়া ৬ ঘন্টা চেষ্টার পর বেলা সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরাপুরি নেভাতে সন্ধ্যায় এ রিপোর্ট লিখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ড্যাম্পিং করছিল।
ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আক্তারুজ্জামান লিটন আরো জানান, পর্যাপ্ত পানির অভাবে আগুন নেভানোর কাজ কিছুটা ব্যাহত হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা সম্ভব হয়নি।
কারখানার ফায়ার অ্যান্ড সিকিউরিটি বিভাগের ব্যবস্থাপক মো. হরমুজ আলী জানান, সকালে যমুনা স্পিনিং কারখানার একতলা টিন শেড ভবনের ডেনিম রিসাইক্লিনিং প্লান্ট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনে কারখানার টিন শেডের স্ট্রাকচার ধসে পড়েছে এবং বিপুল পরিমাণ ফিনিশিং গুড, সুতা তৈরির কাঁচামাল, কেমিক্যাল, সুতা, তুলা, আমদানি করা সুতা তৈরির পলিস্টার ও মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকান্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, শিল্প পুলিশের পুলিশ সুপার সোয়েব আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাহেনুল ইসলাম, কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, শিল্প পুলিশের ওসি মো. শহীদুল্লাহ, কালিয়াকৈর থানার ওসি আ. মোতালেব মিয়া, স্থানীয় কাউন্সিলর আহাদ আলী, শাহনাজ আক্তার সাহেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক জানান, অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ জানা যায়নি তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে অগ্নিকান্ডের ঘটনায় গাজীপুর জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক এসএম আলমের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অন্যদিকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) জহুরুল আমিন মিয়াকে প্রধান করে ৫ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। এ কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। উভয় কমিটিকে যমুনা স্পিনিং কারখানায় আগুনের কারণ, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং কেন বারবার শিল্প এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটছে তা জানাতে বলা হয়েছে।
###
মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।