ফরিদপুর হাসপাতালে মৃত ঘোষণার পর দাফনের সময় নড়েচড়ে ওঠা শিশু গালিবা হায়াত অবশেষে মারা গেছে। রবিবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হাসপাতালের চিকিৎসক ডা. আবু ইউসূফ রাজ বিষয়টি নিশ্চিত করেন। রাত ১১টা ৪৭ মিনিটে তিনি বলেন, ‘শিশুটি ২ মিনিট আগে মারা গেছে। এর আধাঘণ্টা আগে তাকে শেষবারের মতো ওষুধ দেওয়া হয়েছিল। তার হার্ট কাজ না করলেও মস্তিষ্ক কাজ করছিল বিধায় আমরা আশায় ছিলাম। সে ছিল ‘মিরাকল শিশু’। সে কারণে আমরা অপেক্ষা করছিলাম। আমরা আশায় ছিলাম। হাল ছেড়ে দিতে চাইনি।’
এর আগে, শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে পারটেক্স এভিয়েশনের একটি হেলিকপ্টার করে ফরিদপুর থেকে তাকে ঢাকায় আনা হয়। এরপর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বাবা নাজমুল হুদা মিঠু বলেন, ‘ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু আমরা সবাই মিলেও তাকে বাঁচিয়ে রাখতে পারলাম না। আমি হাসপাতাল থেকে ঢাকার কল্যাণপুরের বাসায় চলে এসেছি। ওর মরদেহ স্কয়ার হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাসপাতাল থেকে বলা হয়েছে, আগামীকাল (সোমবার) সকাল ৯টায় সেখানে যেতে। সব আনুষ্ঠানিকতা শেষ করে গালিবা হায়াতের মরদহে নিয়ে আমরা ফরিদপুরে চলে যাবো। সেখানেই ওকে দাফন করা হবে।’ তিনি আরও বলেন, ‘হাসপাতালের চিকিৎসকসহ অন্যান্য সবাই আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, তাতে আমরা সবার কাছে কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের বেসরকারি হাসপাতাল ডা. জাহেদ শিশু মেমোরিয়াল হাসপাতালে জন্ম নেয় নাহমুল হুদা ও নাজনীন আক্তার দম্পতির কন্যাশিশু গালিবা হায়াত। পরে চিকিৎসকেরা শিশুটিতে মৃত ঘোষণা করেন। ওই রাতেই শিশুটিকে দাফন করতে কবরস্থানে নেওয়া হলে দাফনের আগে সে নড়ে ওঠে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। মাত্র ৫ মাস ২২ দিনের মাথায় শিশুটি ভূমিষ্ঠ হওয়ায় তার মধ্যে নানা জটিলতা দেখা দিয়েছিল।