গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায়

0
0

gazipur-1-26-september-2016-court-judgement

গাজীপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার দায়ে নিহতের স্বামীকে যাজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে দন্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক সোমবার দুপুরে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম মোঃ ফারুক হোসেন (৫১)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকার জীবন ড্রাইভার ওরফে জেবন আলীর ছেলে।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভেকেট মোঃ হারিছ উদ্দিন আহমদ জানান, গাজীপুরের টঙ্গীর ভরানের তজিম শাহ্ মাজার এলাকার আবু ইউসুফ দেওয়ানের মেয়ে রতœার সঙ্গে প্রায় ২০ বছর আগে ফারুকের বিয়ে হয়। তাদের সংসারে দু’টি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। ফারুক মাদক সেবন করে প্রায়শঃ তার স্ত্রী রতœাকে মারপিট করতো। ফারুক তার স্ত্রীর কাছে টাকা দাবী করে। টাকা না দেয়ায় গত ২০১০ সালের ২ আগস্ট ফারুক মারপিট করে রতœাকে শ^াসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পরদিন ফারুকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা টঙ্গী মডেল থানার এসআই আবুল বাশার গত ২০১১ সালের ১১ মে ফারুক হোসেনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। আদালত একই বছরের ২৬ সেপ্টেম্বর আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। শুনানীকালে ৫জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানী শেষে ওই হত্যা মামলায় আসামি ফারুক দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আসামিকে ওই রায় প্রদান করেন। রায়ে আসামীর প্রতি প্রদত্ত দন্ডাদেশের মেয়াদ হতে হাজতবাসের সময়কাল বাদ যাওয়ার কথা উল্লেখ করা হয়। রায় ঘোষণাকালে আসামী আদালতে উপস্থিত ছিল।

রাষ্ট্রপক্ষে আইনজীবি ছিলেন গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট মোঃ হারিছ উদ্দিন আহমদ ও আসামী পক্ষে ছিলেন আইনজীবী মো: ওয়াহিদুজ্জামান আকন।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here