নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা রয়েছে: আইনমন্ত্রী

0
0

আইনমন্ত্রী আনিসুল হকআইন,বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, কানাডার সাংবিধানিক বাধা সত্ত্বেও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী এএইচএমবি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে।রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটউট মিলনায়নে যুগ্ম জেলা জজ পদমর্যাদা সম্পন্ন বিচারবিভাগীয় কর্মকর্তাদের জন্য ১৩০তম এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। অনুষ্টানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকসহ মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা রয়েছে বলেই আলোচনা চলছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর দুই খুনী নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীর ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডা ও যুক্তরাষ্ট্রের কথা হয়েছে। যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবার হত্যার পর দেশ ত্যাগ করে খুনি নূর চৌধুরী। সে বর্তমানে কানাডার টরন্টোতে রয়েছেন। বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায়ে নূর চৌধুরীর ফাঁসির রায় হয়। ২০১০ সালের ২৮ জানুয়ারি কার্যকর হয় বঙ্গবন্ধুর পাঁচ খুনি ফারুক রহমান ও সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও একেএম মহিউদ্দিনের ফাঁসি।এ মামলায় আরো মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর সাতজনের মধ্যে আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এসএইচএমবি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আবদুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন। দন্ডিত অপরজন আবদুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান। পলাতকদের দেশে ফিরিয়ে আনতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে।

কানাডা সরকার নূর চৌধুরীর অভিবাসন বাতিল করেছে- গণমাধ্যমের সাম্প্রতিক এমন খবর প্রত্যাহার করে আইনমন্ত্রী শনিবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানিয়েছিলেন, এই খবরের সত্যতা নেই।আইনমন্ত্রীর এই বক্তব্যের পর নূর চৌধুরীকে দেশে ফেরানো সম্ভব কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই দুই দেশের (যুক্তরাষ্ট্র ও কানাডা) সঙ্গে যখন যেকোনো পর্যায়ে আলোচনা হয় এবং শীর্ষ পর্যায়ে আলাপ-আলোচনা হয়, তখন তাদেরকে (এম রাশেদ চৌধুরী ও নূর চৌধুরী) ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়। সেই প্রেক্ষিতে আমি বলতে পারি, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা সফর করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে। সেটা আমি পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জানতে পেরেছি। এবং আমার মনে হয়, প্রধানমন্ত্রী যখন দেশে ফিরবেন, তখন বিস্তারিতভাবে তিনি এই বিষয়ে বক্তব্য দেবেন।

নূর চৌধুরীর বিষয়ে কানাডার ফেডারেল সরকারের অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, কানাডার একটি আইন আছে, যে দেশে মৃত্যুদন্ড বহাল আছে, সেই দেশের কোনো আসামি, যার মৃত্যুদ- হতে পারে, এরকম কেউ যদি কানাডায় থাকে, তাকে ফেরত দেওয়া যাবে না। বাধাটা আমাদের সেখানে। নূর চৌধুরী একটা আবেদন করেছেন, তাকে মৃত্যুদ-াদেশ দেওয়া হয়েছে বা দেওয়া হতে পারে। সেই ব্যাপারে আমাদের আলাপ-আলোচনা হচ্ছে, আইনের এই পর্যায়ে কীভাবে তাকে ফেরত আনতে পারি। কীভাবে এই কনস্টিটউশনাল প্রবিশনকে রক্ষা করে আইনের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা যায়।আইনের এই বাধ্যবাধকতার পরেও কীভাবে আশা করা হচ্ছে তাকে ফেরত আনা যাবে, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আশাবাদী হওয়ার নিশ্চয় কারণ আছে। সব ব্যাখ্যা এখন দেওয়া অসম্ভব। তবে ব্যাপার হচ্ছে, উপায় আছে বলেই আলাপ-আলোচনা হচ্ছে। উপায় না থাকলে আলাপ-আলোচনা হতো না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here