থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা জান্তা প্রধানের প্রতি তার নিজ ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকারকে জান্তা ২০১৪ সালের মে মাসে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে ইংলাকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তদন্ত ও বিচার কাজ শুরু হয়।
এ প্রেক্ষাপটে রোববার ইংলাক তার ফেসবুক একাউন্টে বলেন, প্রধানমন্ত্রী প্রায়ুত চান-উ-চা আমার বিরুদ্ধে নেয়া সকল পদক্ষেপ আইনী ভিত্তিতে নেয়া হয়েছে বলে জানান। আমি প্রধানমন্ত্রীকে বলবো, তিনি যেনো আইনের ভিত্তিতে একই পদক্ষেপ তার নিজ ভাই ও কাছের লোকদের বিরুদ্ধেও নেন। কারণ, আইনের প্রয়োগ সকলের জন্যেই সমান হওয়া উচিত। কেবল আমার বিরুদ্ধে নয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী প্রায়ুতের ভাই প্রিচা-চান-উ-চা’র বিরুদ্ধে দুর্নীতির নতুন যে অভিযোগ এসেছে ইংলাকের এ মন্তব্য তারই প্রত্যক্ষ প্রমাণ। প্রিচা-চান-উ-চা একজন সিনিয়র সামরিক জেনারেল।