ওয়াশিংটনে শপিং মলে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, হামলাকারী একজন, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

0
0

washington-mall-shooting

ওয়াশিংটনের বার্লিংটন এলাকায় অবস্থিত একটি শপিং মলে গুলি করে ৩ জনকে হত্যা করেছে এক ব্যক্তি। এই ঘটনায় ঠিক কতজন আহত হয়েছে তার কোনাে সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি নিরাপত্তাবাহিনী। তবে ঘটনার পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিহতের সংখ্যা ৪ জন বলে উল্লেখ করেছিলো। দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে, শপিং মলের ভেতরে থাকা বন্দুকধারীদের একজনকে খুঁজছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সে এখনও ওই মলে আত্মগোপন করে আছে। তবে এক না একাধিক বন্দুকধারী শপিং মলের ভেতরে রয়েছে সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওয়াশিংটন পুলিশের সার্জেন্ট মার্ক ফ্রান্সিস জানিয়েছেন, শুক্রবার রাতে একজন বন্দুকধারী গুলি করে ৩ জনকে হত্যা করে। এরপর থেকে শপিং মলসহ ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এখনও মলটির দোকানগুলোতে বন্দুকধারীর খোঁজ চালিয়ে যাচ্ছি আমরা। সিয়াটল থেকে উত্তরে অবস্থিত শহর বার্লিংটন। সার্জেন্ট সকলকে অনুরোধ জানিয়েছেন বার্লিংটনের কাসাকাডা শপিং মল এলাকা এড়িয়ে চলার জন্য। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের শপিং মলে একজন ব্যক্তিই হামলা চালিয়েছে বলে দাবি করেছে পুলিশ। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে পুলিশি অভিযান শুরু হয়েছে। এফবিআই জানিয়েছে, আরও কোনও হামলা হতে পারে এমন কোনও তথ্য তাদের কাছে নেই।

%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%82%e0%a6%9f%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%aeমার্কিন জরুরি ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ একজন সন্দেহভাজন হামলাকারীর খোঁজে অভিযান শুরু করেছে। তারা জানিয়েছে, ওই ব্যক্তি কালো টি শার্ট পড়া অবস্থায় ছিলেন। তিনি একজন হিস্পানিক পুরুষ। মার্কিন পুলিশের মুখপাত্র সার্জন মার্ক ফ্রান্সিস তার টুইটার একাউন্টে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেন। ফ্রান্সিস তার টুইটার একাউন্টে জানান, একটি রাইফেল দিয়ে ওই ব্যক্তি হামলা চালিয়েছিল। ফ্রান্সিস বলেন, পুলিশ পৌঁছানোর আগে মল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে বের হয়ে চলে যেতে দেখা গেছে। মলটি ফাঁকা করে দেওয়া হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। আহত ব্যক্তিদের সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। মল এলাকার আশপাশে সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজছে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও শিকারি কুকুর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here