আকাশের সঙ্গে গুলশান হামলার সম্পৃক্ততা মেলেনি: ডিএমপি কমিশনার

0
0

%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2মালয়েশিয়া থেকে ফেরত এনে গ্রেফতার পিয়ার আহমেদ আকাশের বিরুদ্ধে এখনও গুলশানের হলি আর্টিসানে সন্ত্রাসী হামলায় সম্পৃক্ততার কোন প্রমাণ পাওয়া যায়নি। ঢাকার পুলিশ কমিশনার জানিয়েছেন, ফেনির একটি অস্ত্র মামলায় গ্রেফতার করে জিঞ্জাসাবাদ করা হচ্ছে তাকে। চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার খোয়া যাওয়া একটি একে ফরটি সেভেন বিক্রির সময় র‌্যাবের হাতে আটক হয় ফেনীর শিবির নেতা পীয়ার আহমেদ আকাশ। জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করে মালযেশিয়ায়। হলি আর্টিসান ও শোলাকিয়া হামলার কুশীলব হিসেবে সন্দেহভাজন আকাশকে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার করে দেশে ফেরত পাঠায় মালয়েশিয়ার সিটিটিসি বুকিত আমান শাখা। এর এক দিন পর রাজধানীতে এক অনুষ্ঠান শেষে আকাশের আটক বিষয়ে কথা বলেন পুলিশ কমিশরার।

ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সে ৪-৫ বছর আগে মালয়েশিয়াতে চলে গিয়েছিলো। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়। তার বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছিলো ইন্টারপোল। এজন্যই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।’

অস্ত্র মামলায় আকাশকে আটক করা হয়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘গুলশান হামলায় সম্পৃক্ততার তথ্য এখনো মালয়েশিয়া সরকার আমাদের দেয়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে খবর এসেছে সেগুলো আমরা যাচাই করে দেখছি।’ পুলিশ ও গোয়েন্দাদের তৎপরতার কারণে রাজধানীতে জঙ্গিদের শতাধিক অপারেশন ভন্ডুল করা গেছে বলেও দাবী করেন ঢাকার পুলিশ প্রধান। জানান জঙ্গি দমনে সোয়াটের মতো আরো বাহিনী প্রতিষ্ঠায় প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে জাপান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here