৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণ করুন :বাণিজ্যমন্ত্রী

0
0

tofael1436176263

৪৮ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণে চামড়া ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আপনারা ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনা করে চামড়ার দাম ঠিক করে আমাদের অবহিত করবেন ও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবেন। বাস্তবসম্মত দাম ঠিক করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। তোফায়েল আহমেদ বলেন, চামড়া নিয়ে সরকার কাউকে সিন্ডিকেট করতে দেবে না। জনগণ যাতে চামড়ার ন্যায্যমূল্য পায় এবং চামড়া ব্যবসায়ীরাও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করা দরকার। না হলে ক্রেতা, ব্যবসায়ী ও ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, দেশে চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু রয়েছে। কোরবানিযোগ্য গবাদি পশু এক কোটি চার লাখ। আর স্বাস্থ্যসম্মত উপায়ে মোটাতাজা করা গরু রয়েছে ৩৩ লাখ।

তোফায়েল আহমেদ বলেন, আমাদের দেশে সাম্প্রতিককালে কিছু জঙ্গি তৎপরতা হয়েছে এবং টার্গেট করে কিছু বিদেশী ব্যবসায়ীকে বা আমাদের যারা সাহায্য করেন তাদেরকে হত্যা করেছে। কিন্তু আজকে দেশ স্বাভাবিক। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী দক্ষতার সাথে এই জঙ্গি তৎপরতাকে নির্মূল করার পদক্ষেপ গ্রহণ করেছে।তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিশ্বে যেভাবে এগিয়ে যাচ্ছে তা কেউ কখনো বাধাগ্রস্ত করতে পারবেনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। পাকিস্তানের থেকে আমাদের রপ্তানি,রিজার্ভ, রেমিট্যান্স বেশি। অর্থনৈতিক ও সামাজিক সকল খাতে পাকিস্তান থেকে আমরা অনেক বেশি এগিয়ে।বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েত উল্লাহ মামুন, ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ, ব্যবসায়ী নেতা মহিউদ্দিন আহমেদ, সাহাদাত উল্লাহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here