প্রকাশক দীপন হত্যায় অভিযুক্ত মূলহোতা সবুর গ্রেফতার

0
0

দীপন হত্যায় জড়িত সন্দেহে ফুলগাজীতে মাদরাসা শিক্ষক আটকজাগৃতি প্রকাশনী সংস্থার কর্ণধার ফয়সল আরেফিন দীপন হত্যা এবং শুদ্ধস্বরের আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টার অন্যতম ‘হোতা’ আবদুস সবুরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।গতকাল শনিবার রাতে টঙ্গীর রেলস্টেশন এলাকা থেকে সবুরকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানান, সবুর ওরফে রাজু ওরফে সাদ ওরফে সামাদ দীপন হত্যার অন্যতম হোতা। সবুরের গ্রেপ্তারের ব্যাপারে আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

এর আগে গত ২৩ আগস্ট রাতে দীপন হত্যার ঘটনায় পুরস্কারঘোষিত জঙ্গি শামীম ওরফে সিফাত ওরফে সমীর ওরফে ইমরানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁকেও টঙ্গীর চেরাগ আলী থেকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছরের ৩১ অক্টোবর দুপুরে রাজধানীর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে এর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

দীপন হত্যার কয়েক ঘণ্টার মধ্যে দুর্বৃত্তরা লালমাটিয়ায় নিজ কার্যালয়ে কুপিয়ে ও গুলি করে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ টুটুল, লেখক-ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে আহত করে। এ দুটি প্রকাশনী থেকেই প্রয়াত ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল। আনসারুল্লাহ বাংলা টিম ব্লগার ও প্রকাশকদের হত্যার দায় স্বীকার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here