বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের অর্থনীতি ক্ষেত্রে যেভাবে এগিয়ে যাচ্ছে তা কেউ বাধাগ্রস্থ করতে পারবেনা। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার মধ্যে তৈরী পোশাক থেকে ৫০ বিলিয়ন ডলার উপার্জন হবে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এ রেমি হোল্ডিংস লিমিটেড নামের নবনির্মিত একটি পোশাক কারখানার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। বানিজ্যমন্ত্রী এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সাথে জঙ্গী তৎপরতার মোকাবেলা করছে সাম্প্রতিক ঘটনাবলি তার প্রমাণ। পাকিস্তান থেকে বাংলাদেশ রপ্তানি ও রেমিটেন্স রির্জাভের ক্ষেত্রে অনেক গুণ এগিয়ে আছে বলে বানিজ্যমন্ত্রী মন্তব্য করেন।উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাট, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান, বিটপি গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী প্রমুখ।বিশ্ববিখ্যাত সবুজ শিল্প পরিবেশ বান্ধব বিটপি গ্র“প এর রেমি হোল্ডিংস লিমিটেড নামের রপ্তানিমূখী এই কারখানাটি ১শ ৩৩ কোটি টাকা ব্যয়ে আদমজী ইপিজেডে নির্মাণ করা হয়েছে। কারখানাটিতে বর্তমানে পনেরশ কর্মী কর্মরত আছেন।
এদিকে,বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্ণিকাট বলেছেন, বাংলাদেশের আইনশৃৃঙ্খলা বাহিনী সন্ত্রাসবাদ ও জঙ্গি দমনে যে কাজ করছে আমেরিকা তা গুরুত্ব সহকারে দেখছে। তারা অত্যন্ত ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করছে। তারা আমাদের সব ব্যাপারে সাহায্য সহযোগিতা করছে এবং আমাদেরকে সব কিছু জানাচ্ছে। পৃথিবীর যে কোন দেশেই সন্ত্রাস দমনের বিষয়টি খুবই কঠিন। কিন্তু বাংলাদেশের আইনশৃৃঙ্খলা বাহিনী ভালোভাবে তা সামাল দিচ্ছে। তবে বাংলাদেশে জঙ্গিবাদ সমস্যা সমাধান হয়েছে ভাবলে চলবে না। আমাদের সাবধান ও সর্তকভাবে সব কিছুতে নজর রাখতে হবে। শনিবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওবাদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান হাবিব প্রমুখ। এর আগে মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্ণিকাট সিটি মেয়র আইভীর সাথে প্রায় একঘন্টা বৈঠক করেন। সিটি কর্পোরেশন থেকে মার্কিন রাষ্ট্রদূত সিদ্ধিরগঞ্জের আদমজীতে ইপিজেডে নব নির্মিত রেমি হোল্ডিংস লিমিটেড নামের পোশাক কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ।