প্রাণভিক্ষা: আরো সময় চান মীর কাসেম আলী

0
0

কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর সঙ্গে স্ত্রী সন্তানদের সাক্ষাৎ

প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে মীর কাসেম আলীর সিদ্ধান্ত জানতে বৃহস্পতিবার ফের তাঁর সঙ্গে দেখা করেছেন কারা কর্মকর্তারা। এ বিষয়ে ভাবনাচিন্তা করার জন্য আরও সময় চেয়েছেন তিনি।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর তত্ত্বাবধায়ক (জেল সুপার) প্রশান্ত কুমার বণিক এসব তথ্য জানিয়েছেন।প্রশান্ত কুমার বণিক বলেন, তিনিসহ কয়েকজন কর্মকর্তা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানতে চান। এ সময় তিনি ভাবনাচিন্তার জন্য আরও সময় চান।

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি নাÑএ বিষয়ে বুধবারও মীর কাসেমের কাছে জানতে চেয়েছিলেন কারা কর্মকর্তারা। এদিনও তিনি কোনো মতামত না দিয়ে চিন্তা করার জন্য সময় চান। বুধবার বিকেলে কারা অধিদপ্তরের এক সংবাদ ব্রিফিংয়ে আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, জামায়াত নেতা মীর কাসেম আলী প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে যৌক্তিক সময় দেওয়া হচ্ছে।বুধবার বিকেলে মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন সাংবাদিকদের বলেন, ছেলেকে ছাড়া মীর কাসেম প্রাণভিক্ষার আবেদনের সিদ্ধান্ত দেবেন না।পরিবারের অভিযোগ, গত ৯ আগস্ট সাদাপোশাকধারী লোকজন মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আহম্মেদ বিন কাসেমকে মিরপুরের বাসা থেকে ধরে নিয়ে যায়। আহম্মেদ বিন কাসেম তাঁর বাবার মামলার আইনজীবীও।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ড পাওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম দেশের সর্বোচ্চ আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন।গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দিলে মীর কাসেমের বিচারপ্রক্রিয়া শেষ হয়।নিয়ম অনুযায়ী এখন মীর কাসেম রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। প্রাণভিক্ষার আবেদন না করলে অথবা তা নাকচ হলে যেকোনো সময় তাঁর ফাঁসি কার্যকর হতে পারে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তারা দ্বিতীয়বারের মত মীর কাসেমের সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন।প্রাণভিক্ষার সিদ্ধান্তের ব্যাপারে মীর কাসেম আলী আরেকটু সময় চান। তিনি ভেবেচিন্তে জানাবেন বলে জানিয়েছেন।বুধবার সকালে কারা কর্তৃপক্ষ মীর কাসেমকে তার রিভিউ আবেদন খারিজের রায় পড়ে শোনানোর পর প্রাণভিক্ষা চাইবেন কি না- তা জানতে চায়। সে সময়ও সময় চেয়েছিলেন একাত্তরের এই বদর নেতা।

এরপর রাতে কাশিমপুর কারাগার পরিদর্শনে গিয়ে কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রাণভিক্ষার আবেদন করবেন কি না- তা জানাতে মীর কাসেমকে যৌক্তিক সময় দেওয়া হবে। কারা কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে আবারও তার সিদ্ধান্ত জানতে চাইবে।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -২ এর জেলার নাশির আহমেদ জানান, মীর কাসেম প্রাণভিক্ষার আবেদন না করলে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন।

সব বিচারিক প্রক্রিয়ার নিষ্পত্তি হওয়ায় জামায়াতের অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত মীর কাসেমের সামনে এখন কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগই কেবল বাকি। তিনি সেই সুযোগ না নিলে বা প্রাণভিক্ষা চেয়ে বিফল হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কারা কর্তৃপক্ষ তার প্রাণদন্ড কার্যকর করবে। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিভিউ আবেদন খারিজ করে দিলে কারাগারে বসে এক ব্যান্ডের রেডিওর মাধ্যমে সে খবর জানতে পারেন মীর কাসেম।এরপর বুধবার দুপুরে স্ত্রী ও স্বজনরা কাশিমপুরে গিয়ে মীর কাসেমের সঙ্গে দেখা করেন।কারাগার থেকে বেরিয়ে তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন সাংবাদিকদের বলেন, তাদের ছেলে মীর আহমেদ বিন কাসেমকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আহমেদ যেহেতু তার বাবার একজন আইনজীবী হিসেবেও ছিলেন, সেহেতু তাকে না পাওয়া পর্যন্ত প্রাণভিক্ষার আবেদন নিয়ে কোনো সিদ্ধান্ত তারা দিতে পারছেন না। ৬৩ বছর বয়সী মীর কাসেম আলী ২০১২ সাল থেকে এ কারাগারে রয়েছেন। শুরুতে কারাগারে ডিভিশন পেলেও ২০১৪ সালে যুদ্ধাপরাধের দায়ে ট্রাইব্যুনালে মৃত্যুদন্ডের রায়ের পর তাকে পাঠানো হয় কনডেম সেলে।এদিকে বুধবার থেকেই কাশিমপুর কারাগারের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। কারা ফটকে অতিরিক্ত কারারক্ষী মোতায়েন ছাড়াও ফটকের সামনে বিপুল সংখ্যক পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছেন। কারা ফটকের রাস্তায় বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বুধবার নিজে এসে কারাগারের নিরাপত্তা পরিস্থিতি দেখে গেছেন।তবে মীর কাসেমের মৃত্যুদন্ড কোথায় কার্যকর করা হবে সে বিষয়টি এখনও স্পষ্ট করেনি সরকার। এ বিষয়ে জানতে চাইলে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি।ফাঁসি কার্যকরের বিষয় এলে তার আগে পরিবারের সদস্যদের আরেকবার মীর কাসেমের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here