চাঁদপুরে তেলের লরি বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ ৭

0
0

চাঁদপুরে তেলের লরি বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ ৭

চাঁদপুর শহরে ট্যাংক লরি থেকে এক গুদামে জ্বালানি তেল নামানোর সময় বিস্ফোরণের পর পাশের এক ভবনে আগুন লেগে সাতজন দগ্ধ হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।বুধবার রাত ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি ওয়ালী উল্লা জানান।দগ্ধরা হলেন- মিজানুর রহমান (৫০), তার ছেলে নূর মোহাম্মদ (২১), রায়হান (২৩), বাদশা মিয়া (৫০), দেলোয়ার ভূঁইয়া (৩৫), মাসুদ (২৮) ও ফায়ার সার্ভিস কর্মী খোকন (৩২)। খোকনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ছয়জনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক বেলাল হোসেন বলেন, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে।ঘটনার বিবরণে ওসি জানান, তিন তলা যে ভবনে আগুন লেগেছে, তার নিচতলায় মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীর তেলের গুদাম। আর রাস্তার ঠিক উল্টো দিকেই তার দোকান যমুনা অয়েল এজেন্সি। রাতে রাস্তার ওপরে রাখা ট্যাংক লরি থেকে মিজানুরের গুদামে তেল সরবরাহের সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং লরিতে আগুন ধরে যায়।মুহূর্তের মধ্েয ওই তিনতলা ভবনসহ আশপাশে ছড়িয়ে পড়ে আগুন। নিচতলার গুদামে অকটেন, ডিজেলের কয়েকশ তেলের ড্রাম ছিল, ফলে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।এতে সাতজন দগ্ধ হন; ভবন থেকে লাফিয়ে পড়ে এবং হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি। ঘটনাস্থলে থাকা চাঁদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান মো. শাহজাহান জানান, অগ্নিকান্ডের ঘটনায় দুটি মোটরসাইকেলের গ্যারেজসহ ৫/৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. উারুক আহমেদ বলেন, ট্যাংক লরিতে আগুন ধরার পর তা পাশের তিনতলা ভবনের নিচতলায় থাকা এলপি গ্যাস, ডিজেল ও অকটেনের গোডাউনে ছড়িয়ে পড়ায় ভয়াবহ আকার ধারণ করে।খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে বলে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হাই জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here