উখিয়া উপজেলার চোয়ানখালীর গহিন পাহাড়ে অস্ত্র কারখানায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) অভিযান শেষ হয়েছে। ওই কারখানা থেকে ৮টি দেশি-বিদেশি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল পাহাড়ে এ অভিযান চালায়। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি শরাফত ইসলাম জানিয়েছেন, গহিন পাহাড়ে একটি ঘরে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।
সন্ধ্যা ৭টার দিকে র্যাব ৭-এর সহ অধিনায়ক স্কোয়াড্রন লিডার সৈয়দ মোহসীনুল হক জানান, অভিযান শেষ। সেখানে ৮টি দেশি-বিদেশি বিভিন্ন অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে। রাত নয়টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।