কাল্পনিক আইএস দেশে ষড়যন্ত্রে লিপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

0
0

31-08-16-Antimilitant National Convention_National Musum-2

কাল্পনিক আইএস দেশে ষড়যন্ত্রে লিপ্ত। তারাই দেশের তরুণ সমাজকে ভুল ভুল পথে পরিচালিত করে তাদের জীবন বিপন্ন করে তুলেছে, যুব সমাজের মগজ ধোলাই করে উন্মাদ বানিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে বুধবার সকালে ‘জঙ্গিবাদবিরোধী জাতীয় শিক্ষা কনভেনশন- ২০১৬’ এর আয়োজনে তিনি এ কথা বলেন। উক্ত কনভেনশনে দেশের ২৩টি শিক্ষা সংগঠনের শিক্ষক নেতারা অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদে দেশিয় ষড়যন্ত্রের পাশাপাশি আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে। আর আন্তর্জাতিক ষড়যন্ত্রকে মাথায় রেখেই সরকারকে এগোতে হচ্ছে।’ মন্ত্রী আরও বলেন,‘ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ইসলামকে যারা বিতর্কিত করছে, দেশে যারা জঙ্গিবাদ সৃষ্টিতে সক্রিয় রয়েছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। দেশে তারা আর জঙ্গিবাদী ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটাতে পারবেনা। তাদেরকে সমূলে উৎপাটন করা হচ্ছে। সামনেও যারা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করবে,তার মাথা তুলে দাঁড়াতে পারবেনা।’

জঙ্গিবাদের সঙ্গে যুক্ত ছিল এমন অনেক যুবক তাদের ভুল বুঝতে পেরে ফিরে এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের অনেক যুবক তাদের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়েছে, তারা সঠিক পথে ফিরে এসেছে। আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি।’

জঙ্গি সংশ্লিষ্টতায় জড়িত এমন অনেককে আটক করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘যাদের আটক করা হয়েছে তারা বলেছে ‘মরার পরে জান্নাতে যাবো।’ তাদেরকে ইসলামের নামে ভুল ব্যাখা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আর স্বাধীনতা বিরোধীরা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্যই সমানতালে দেশিয় ও আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্র করছে।

জঙ্গিবাদবিরোধী জাতীয় শিক্ষা কনভেনশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here