ইংলিশদের বিশ্বরেকর্ডে পাকিস্তানের লজ্জা

0
0

ইংলিশদের বিশ্বরেকর্ডে পাকিস্তানের লজ্জা৫০ ওভার শেষে ৪৪৪ রান! ইংলিশ ব্যাটসম্যানদের তাণ্ডব আর ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডের দিনে ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে ১৬৯ রানের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড। সর্বোচ্চ ১৭১ রানের ইনিংস খেলেছেন অ্যালেক্স হেলস। যা এখন পর্যন্ত ওয়ানডেতে কোনো ইংলিশ ব্যাটসম্যানের সর্বোচ্চ সংগ্রহ।

এর আগে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ছিলো শ্রীলঙ্কার। ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে আমস্টেলভিনে ৪৪৩ রান তুলে এতো দিন রেকর্ডটি নিজের করে রেখেছিলো লঙ্কানরা। এরপর দু-দুবার খুব কাছে গিয়েও রেকর্ড ভাঙ্গা হয়নি আফ্রিকানদের। পেট্রেসিওদের একবার থামতে হয়েোছিলো ৪৩৯ রানে এবং দ্বিতীয় দফায় ৪৩৮ রানে।

তবে ইংলিশদের ইনিংসের শেষ ওভারে ছিলো কিছুটা নাটকীয়তা! শেষ ওভারে লঙ্কানদের পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়তে বাটলার-মরগানদের প্রয়োজন ছিলো ৬ রান। কিন্তু প্রথম পাঁচ বল থেকে এক রান এবং অতিরিক্ত থেকে আসে মাত্র ২ রান। তাতেই ভাঁজ ইংলিশদের কপালে। কিন্তু উৎকণ্ঠা সরিয়ে শেষ বলে হাসান আলিকে বাউন্ডারি হাঁকান বাটলার। আর তাতেই ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি চলে যায় ইংল্যান্ডের ঘরে।

অবশ্য ইংলিশরা প্রথম ২০ ওভারে সংগ্রহ করে মাত্র ১২৩। এরপরই ঝড় তুলে মাত্র ৮৩ রানে সেঞ্চুরি তুলে নেন হেলস। থামেন ১৭১ রানে। পেছনে ফেলে ১৬৭ রান করে এতো দিন সর্বোচ্চ সংগ্রাহকের আসনে থাকা রবিন স্মিথকে। হেলসের ১২২ বলের ইনিংসটি ছিলে ৪টি ছক্কার এবং ২২টি চারে সাজানো।

৩৭ তম ওভারে হেলস ফিরে গেলেও মরগান-বাটলার জুটি শেষ পর্যন্ত ইংলিশদের রানের চূড়ায় তুলে দেয়। মরগার মাত্র ৫১ বল খেলে সংগ্রহ করেন ৯০ রান এবং বাটলারে ব্যাট থেকে আসে ৫৭ রান। জবাবে ব্যাট করতে নেমে নূন্যতম প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় পাকিস্তান। ৪৪ বল বাকি থাকতেই ১৬৯ রানে পিছিয়ে থেকে অলআউট হয় পাক ব্যাটিং লাইন আপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here