সংসদ এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানো হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

0
0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালিন এবং যুদ্ধ পরবর্তী বিতর্কিত ভূমিকা প্রমাণ করে তিনি স্বাধীনতা চাননি। এধরনের বিতর্কিত ব্যক্তির কবর পবিত্র সংসদ এলাকায় থাকতে পারে না। তাই সংসদ এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানো হবে। তিনি জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুর বাজারে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যায় যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার হলেও নেপথ্যে যারা ছিল তারা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে দেশি বা বিদেশি যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হবে। মন্ত্রী আরও বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যায়নি, হত্যা করা যাবেও না। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।

স্থানীয় আওয়ামীলীগ নেতা রেজাউল করিমের সভাপতিত্বে শোক সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা আতাউল্লাহ মন্ডল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মোল্লা, সাইজুদ্দিন মোল্লা প্রমুখ।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও ২১শ আগষ্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে শনিবার চান্দনা চৌরাস্তায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ আলহাজ্ব এড.প্রফেসর আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশন এর ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান (কিরণ) আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সফিকুল ইসলাম বাবুল, সিরাজুল ইসলাম চৌধুরী, শাপলা ম্যানশনের সত্ত্বাধিকারী আলহাজ জয়নাল আবেদীন প্রমুখ।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here