নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সংসদীয় কমিটির সন্তোষ প্রকাশ

0
0

PICTURE RUPPUR PABNA

দেশীয় ও আন্তর্জাতিক সকল বাধ্য বাধকতা কাটিয়ে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ডা: আ ফ ম রুহুল হক। শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ডা: আ ফ ম রুহুল হক এর নেতৃত্বে সংসদীয় কমিটির সদস্যরা পাবনার ঈশ্বরদী রূপপুরে নির্মাণাধীন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এসময় পরিদর্শন দলে ছিলেন আয়েন উদ্দিন এমপি, নূরুল ইসলাম মিলন এমপি, প্রফেসার আমান উল্লাহ এমপি। এছাড়া রাশিয়ার বাংলাদেশ অংশের হেড অব দ্য ডিপার্টমেন্ট নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট এর মার্টিনভ, আণবিক শক্তি কমিশনের সদস্য ভৌত বিজ্ঞান মাহমুদুল হাসান, সদস্য প্রকৌশল মন্জুরুল হক, কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হাসিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস এ সময় উপস্থিত ছিলেন।

প্রকল্পের স্থানীয় কার্যালয়ে প্রকল্পের কাজের অগ্রগতিসহ সামগ্রিক চিত্র তুলে ধরা হয় এবং প্রকল্প এলাকা ঘুরে দেখানো হয় সংসদীয় কমিটির সদস্যদের। কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হাসিনুর রহমান জানান, ২০১৭ সালেই প্রকল্পের মূল নির্মাণ কাজ শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ নিউক্লিয়ার ক্লাবে প্রবেশ করবে। উল্লেখ্য, ইতোমধ্যেই গত ২৬ জুলাই মূল নির্মাণ কাজের জন্য ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।

কামাল সিদ্দিকী, পাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here