বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

0
0

Gazipur-(3)- 25 August 2016-Garments Worker Unrest-2গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা গত ঈদবোনাসসহ বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার দিনভর অবস্থান, বিক্ষোভ ও সমাবেশ করেছে। ওই দাবীতে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। আন্দোলনরত শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষকে ৩১ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম দিয়ে অন্যান্য কারখানার শ্রমিকদের নিয়ে মহাসড়ক অবরোধসহ আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেয়।

আন্দোলনরত শ্রমিক ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের আমবাগ এলাকার হানিউল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা গত ঈদুল ফিতরের বোনাসসহ গত জুন হতে আগস্ট মাস পর্যন্ত তিন মাসের বকেয়া বেতন ভাতা পাওনা রয়েছে। এ কারখানায় প্রায় সাড়ে ৬শ’ শ্রমিক রয়েছে। শ্রমিকরা তাদের পাওনা পরিশোধের জন্য ইতোপূর্বে একাধিকবার অনুরোধ জানালেও কারখানা কর্তৃপক্ষ তাতে সাড়া দেয় নি। বরং কারখানা কর্তৃপক্ষ স্থানীয় প্রভাবশালী ও সন্ত্রাসীদের দিয়ে শ্রমিকদের নানা হুমকি দেয় ও ভয়ভীতি দেখায়। তাদের পাওনা না পেয়ে এক পর্যায়ে শ্রমিকরা আন্দোলনে নামে। শ্রমিক আন্দোলনের মুখে তাদের পাওনাদি পরিশোধের তারিখ একাধিকবার ঘোষণা দিয়েও কর্তৃপক্ষ পরিশোধ করেনি। গত ১ আগস্ট শ্রমিকদের পাওনাদি পরিশোধের কথা থাকলেও পূর্বের কোন ঘোষণা ছাড়াই ওইদিন শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে ভোরে গেইটে তালা ঝুলিয়ে দেয়। এদিকে প্রতিদিনের মতো শ্রমিকরা ওইদিন কাজে যোগ দিতে গিয়ে সকালে কারখানার তালাবদ্ধ ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখতে পায়। এতে শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা বিক্ষোভ শুরু করে। শ্রমিকরা বিষয়টি বিজিএমইএ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও শ্রমিকদেরকে পাওনাদি পরিশোধ করা হয়নি এমনকি কোন ব্যবস্থাও নেয়া হয়নি। এদিকে, কারখানা থেকে কর্তৃপক্ষ গোপনে পর্যায়ক্রমে মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল সরিয়ে নিতে থাকার সংবাদে শ্রমিকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। আন্দোলনরত শ্রমিকরা প্রায় প্রতিদিনই কারখানার সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করে আসছে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানা গেইটে জড়ো হয়। এসময় তারা তাদের পাওনাদি পরিশোধ ও বন্ধ করে দেয়া কারখানা চালু করার দাবীতে দিনভর বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট শুরু করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা আমবাগ এলাকায় সমাবেশ ও আঞ্চলিক সড়ক অবরোধ করে। বিকেল পর্যন্ত তারা কারখানার সামনে বিক্ষোভ ও সমাবেশ করছিল। এসময় আন্দোলনরত শ্রমিকরা তাদের পাওনা পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষকে ৩১ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম দিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেয়। কর্মসূচি ঘোষণাকালে তারা জানায়, ওই সময়ের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে আশেপাশের অন্যান্য কারখানার শ্রমিকদের নিয়ে মহাসড়ক অবরোধসহ ব্যাপক আন্দোলন শুরু করা হবে।

এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের কোনাবাড়ী অঞ্চলের পরিদর্শক আব্দুল খালেক জানান, ওই কারখানার শ্রমিকরা তাদের বকেয়া পাওনাদি পরিশোধের দাবীতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ ও কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার আশ^াস দিলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করে নি।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here