ব্যক্তি মালিকানাধীন অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স পেল মেঘনা গ্রুপ

0
279

ব্যক্তি মালিকানাধীন অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স পেল মেঘনা গ্রুপদেশে প্রথম ব্যক্তি মালিকানাধীন অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স পেল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সহযোগী প্রতিষ্ঠান মেঘনা ইকোনমিক জোন। গতকাল রাজধানীর কারওয়ান বাজারের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা’র কার্যালয়ে এ লাইসেন্স প্রধান করা হয়।

ঢাকার অদূরে নারায়ণগঞ্জে প্রায় ২শ’ ৪৫ একর জমিতে প্রতিষ্ঠিত হবে মেঘনা ইকোনমিক জোন। বিশেষ এ অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যেই সীমানা প্রাচীরসহ মাটি ভরাটের কাজ শেষ হয়েছে বলে এসময় জানানো হয়।

এছাড়াও চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৬শ’ কোটি টাকা ব্যয়ে মেঘনা পেপার মিল ও ২শ’ কোটি টাকা ব্যয়ে মেঘনা এডিবল অয়েলস লিমিটেডের পরীক্ষামূলক উৎপাদন শুরু করা সম্ভব হবে বলেও জানানো হয়। এসময় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং মেঘনা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here