ফারাক্কা বাঁধ ভেঙ্গে দেওয়ার দাবি বিহারের মুখ্যমন্ত্রীর

0
319

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারভারতে বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে ফারাক্কা বাঁধ পুরোপুরি ভেঙ্গে ফেলার দাবি জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারে বন্যার প্রধান কারণ ফারাক্কা বাঁধ উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় তিনি এ দাবি জানান। এদিকে, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধের প্রায় সবগুলো গেট খুলে দেবার নির্দেশ দিয়েছে দেশটির পানিসম্পদ মন্ত্রণালয়। এসময় কর্মকর্তারা বলছেন, এতে ১১ লাখ কিউসেক পানি সরে যাবে এবং বিহার ও উত্তর প্রদেশের বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ভারতের মধ্য ও পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৩শ’ জন প্রাণ হারিয়েছে।

বানের পানিতে ভেসে গেছে সহায় সম্বল। নিরাপদ আশ্রয়ের সন্ধানে নৌকায় করে যাত্রা করেছেন উত্তর প্রদেশের বানদা জেলার জয়পালের পরিবার। পথিমধ্যেই জন্ম নিল পরিবারের নতুন সদস্য। হাসপাতালে নেয়া হয় তারও ঘণ্টা খানেক পর। জীবনের এমন খুশির সময়ে মুখের হাসিটুকুও যেন কেড়ে নিয়েছে বন্যা। জয়পালের পরিবার এক সদস্য বলেন, ‘কত চেষ্টা করলাম হাসপাতালে পৌঁছাতে, কোনো ব্যবস্থাই করতে পারিনি। বন্যায় আমাদের জীবন বাঁচানোই এখন দায় হয়ে পড়েছে, এই ছোট শিশুর যত্ন কীভাবে নেব ভেবে পাচ্ছি না।’

জয়পালের মত ভুক্তভোগীর সংখ্যা অনেক। গঙ্গা ও যমুনার পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। ভারতের মধ্য ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিতে দেখা দেয়া বন্যায় এ পর্যন্ত ৩শ’ জন প্রাণ হারিয়েছে। এরমধ্যে কেবল বিহারেই মারা গেছে ১২০ জন। বিহারের বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতির প্রেক্ষাপটে জরুরি ব্যবস্থা নেয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মঙ্গলবার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এনিয়ে তৃতীয়বারের মত ক্ষমতায় আসা নীতিশ কুমার ফারাক্কা বাঁধকে বিহারে বন্যার কারণ হিসেবে উল্লেখ করে তা ভেঙে ফেলার দাবি জানান।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, ‘ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকেই গঙ্গার উজানে বিপুল পরিমাণ পলি পড়া আর তার ফলে নদীর গভীরতা কমে বিহারে বন্যার হচ্ছে। এ বাঁধ ভেঙে ফেললেই প্রতিবছর বিহারে যে বন্যা হয় তা থেকে রেহাই পাওয়া যাবে।’

১৯৭৫ সালে গঙ্গার ওপর ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়। তারপর থেকে বর্ষা মৌসুমে পরিস্থিতি খারাপ হতে থাকে বিহার এবং উত্তর প্রদেশের। তবে ফারাক্কা বাঁধ ভেঙে ফেললে বিহারের লাভ হলেও ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমবঙ্গ। ভৌগলিকভাবে পশ্চিমবঙ্গে নির্মিত বাঁধটি ভেঙে ফেললে প্রতি বর্ষায় বন্যায় ভাসবে দক্ষিণবঙ্গ। গরমের সময়ে পানির সংকটে ভুগবে কলকাতাসহ বিভিন্ন অঞ্চল, নাব্য হারিয়ে অচল হয়ে যাবে কলকাতা বন্দর।

এদিকে, ভারতে বন্যা পরিস্থিতি উন্নতির জন্য দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ রাজ্যে ফারাক্কা বাঁধের প্রায় সবগুলো গেট খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বিহার প্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ফারাক্কার ১০৪টি গেটের মধ্যে প্রায় ১০০টি খুলে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ গেটগুলো খুলে দিলে ১১ লাখ কিউসেক পানি সরে যাবে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

বিহার এবং উত্তর প্রদেশের মতই মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, বারানসীর মানুষও ভাসছে বন্যায়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশের বিভিন্ন প্রদেশে ৬০ লাখেরও বেশি মানুষ বন্যা কবলিত। এদের মধ্যে মাত্র ৩৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে পেরেছে ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। প্রতি বছরই জুন থেকে সেপ্টেম্বরে মৌসুমি বৃষ্টিতে বন্যা দেখা দেয় ভারতের বিভিন্ন অঞ্চলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here