‘পানির নিচ থেকে সবচেয়ে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা’ উত্তর কোরিয়ার

0
0

সাবমেরিন থেকে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় বলে অভিযোগ করা হয়েছেপূর্ব উপকূলীয় এলাকায় একটি সাবমেরিন থেকে উত্তর কোরিয়া আবারও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। বুধবার সকালে চালানো এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে এ পর্যন্ত সাবমেরিন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে সফল বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, জাতিসংঘ সনদ অনুযায়ী পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র উন্নয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উ. কোরিয়া। তবে দক্ষিণে থাড নামে পরিচিত উচ্চ প্রযুক্তির মিসাইল প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন নিয়ে গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ার পর নড়েচড়ে বসে দেশটি। দ. কোরিয়ায় উচ্চতর ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণার বিপরীতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে উ. কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিপরীতে একে তারা যোগ্য জবাব বলে মনে করে।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, বুধবার (২৪ আগস্ট) সিনপোর কাছাকাছি অবস্থিত সাগর এলাকা থেকে উত্তর কোরিয়া কেএন-১১ ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তা ৫০০ কিলোমিটার উড়ে গিয়ে জাপান সাগরে পড়েছে। জাপানের প্রধানমন্ত্রীর দাবি, জাপানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্রটি পড়েছে। একে উত্তর কোরিয়ার ‘বেপরোয়া কর্মকাণ্ড’ উল্লেখ করে ক্ষোভ জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বাৎসরিক যৌথ সামরিক মহড়া শুরুর পরই উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠলো। এ মহড়াকে তাদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি হিসেবেই বিবেচনা করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে উত্তেজনা সৃষ্টির চেষ্টা বলে উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। তাদের দাবি সিউল ও ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় সামরিক উত্তেজনা বৃদ্ধির লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ারও হুমকি দিয়েছে দক্ষিণ কোরিয়া।

মার্কিন পররাষ্ট্র দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘উত্তর কোরিয়ার নতুন ও আগের সব ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে জাতিসংঘ বরাবর উদ্বেগ জানানো হবে।’ ক্ষেপণাস্ত্রটি জাপানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে পড়ার কথা নিশ্চিত করে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে ক্ষোভ প্রকাশ করেছেন। এ ধরনের কর্মকাণ্ড জাপানের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে উল্লেখ করেন তিনি।

এ পর্যন্ত চারটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। চলতি বছরের জানুয়ারিতে উত্তর কোরিয়ার পরমাণু বোমা পরীক্ষার বিপরীতে ২ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার ওপর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নিষেধাজ্ঞায় প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় যাওয়া বা দেশটি থেকে আসা সব কার্গো জাতিসংঘের সদস্য দেশ কর্তৃক তল্লাশি করার বিধান রাখা হয়। সেই সাথে নতুন করে ১৬ জন ব্যক্তি এবং ১২টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়। এছাড়া উত্তর কোরিয়ার ওপর আরোপ করা চলমান অস্ত্র নিষেধাজ্ঞাকে বিস্তৃত করে দেশটির কাছে ক্ষুদ্র আকারের অস্ত্র বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সাবমেরিনের গতিবিধি শনাক্ত করা কঠিন। আর সেকারণে সাবমেরিন থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়াকে উদ্বেগজনক বলে মনে করে প্রতিদ্বন্দ্বী দেশগুলো। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here