দীপন হত্যা মামলার প্রধান আসামি শামীমের ছয়দিনের রিমান্ড মঞ্জুর

0
274

শামীমের ছয়দিনের রিমান্ডপ্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার প্রধান আসামি মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরানের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আহসান হাবীব এ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তিনি এ রিমান্ড ১০ কার্য দিবসসের মধ্যে কার্যকর করতে মামলার তদন্ত কর্মকতাকে নির্দেশ।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফজলুর রহমান ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে আসামির ১০ দিনের রিমান্ড চান। এ সময় ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্মক মাহমুদুর রহমান আদালতকে বলেন, আসামি মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান আনসারুল্লাহ বাংলা টিমের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত তাদের নাম ঠিকানা জানার জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন। আদালত শুনানি শেষে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেটে অভিযান চালিয়ে দীপন হত্যা মামলার প্রধান আসামি মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

প্রসঙ্গত, গত বছরের ৩১ অক্টোবর বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে খুন হন ফয়সল আরেফিন দীপন। ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here