গাজীপুরের টিটিটিআই পরিদর্শন বাংলাদেশ থেকে দক্ষ লোক নেবে সৌদির আল বাওয়ানী গ্রুপ

0
0

Gazipur-(1)- 23 August 2016-Saudi Deligation team visits TTTI-2

বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক হাজার দক্ষ লোক নেবে সৌদি আরবের অন্যতম বৃহত্তম কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোম্পানী আল-বাওয়ানী গ্রুপ। বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে সে দেশের বিল্ডিং কন্সট্রাকশন কাজে নিয়োগের জন্য বিনা খরচে এবং উচ্চ বেতনে দীর্ঘমেয়াদী সময়ের জন্য চাকরীর সুযোগ পাবে এসব দক্ষ লোকজন। মঙ্গলবার গাজীপুরের শিমুলতলীস্থিত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) পরিদর্শন শেষে লোকবল নিয়োগের এ ঘোষনা দেন সৌদি আল-বাওয়ানী গ্রুপের ২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। কোম্পানীর জেনারেল ম্যানেজার ফাখার আব্দুল মায়িন আল শাওয়াফ এবং কোম্পানীর উপদেষ্টা আমেরিকান নাগরিক মিঃ জে.কেলভিন তিন দিনের সফরে গত ২২ আগস্ট বাংলাদেশে আসেন এবং তারা ২৪আগস্ট পর্যন্ত অবস্থান করবেন। এসময় প্রতিনিধি দল সেনাসদর, এ্যাডজুটেন্ট জেনারেলের সঙ্গে সাক্ষাত এবং ১৭ ইসিবি পরিদর্শন করবেন।

প্রতিনিধিদলের সদস্যরা মঙ্গলবার সকালে গাজীপুরের টিটিটিআই পরিদর্শনকালে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং ওয়ার্কিং ল্যাব ঘুরে দেখেন। তারা প্রশিক্ষণ কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং টিটিটিআই এর ভূয়সী প্রশংসা করেন। এসময় প্রশিক্ষনার্থীদেরকে ইংরেজী ও আরবী ভাষায় এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

আল-বাওয়ানী গ্রুপের জেনারেল ম্যানেজার ফাখার আব্দুল মায়িন আল শাওয়াফ বলেন, সৌদি আরবে বাংলাদেশী কর্মীদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে। অতীতেও বাংলাদেশীরা অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে সেখানকার উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি জানান, যে সব কর্মীদেরকে নিয়োগ দেয়া হবে, তারা বিনা খরচে সেখানে উচ্চ বেতনে দীর্ঘদিন কাজ করার সুযোগ পাবে।

প্রতিনিধি দলের পরিদর্শণকালে সেনাকল্যাণ সংস্থার উর্ধ্বতন কর্মকতা ব্রিগ্রেডিয়ার জেনারেল ফরিদ আহমেদ, কর্ণেল জিল্লুর রহমান, টিটিটিআই এর প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ)আছয়াদুর রহমান, ভাইস প্রিন্সিপাল মেজর (অবঃ) শ্যামলেন্দু কবিরাজ এবং প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, দেশের বেকার লোকদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে এবং দেশে বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানটি প্রতিবছর দুই সেশনে ড্রাইভিং কাম অটোমেকানিক্স, অটোমোবাইল, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস, মেশন এন্ড রড বাইন্ডিং, ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং, জেনারেল ইলেক্ট্রনিক্স এবং কম্পিউটার অফিস এপ্লিকেশনসহ মোট ৮টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করছে। এখানে বিশ্ব ব্যাংকের অনুদানে প্রতি কোর্সে ৩শ’ জন গরীব ও মেধাবী প্রশিক্ষণার্থীকে বিনা বেতনে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং তাদেরকে প্রতিমাসে ৭০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here