জাতীয় শোক দিবসের মাসব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে আজ ২২ আগস্ট ২০১৬ বিকাল ৫টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন ও লবিতে আয়োজন করা হয় বঙ্গবন্ধুর উপর প্রকাশিত গ্রন্থের প্রদর্শনী, গ্রন্থ পর্যালোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লিয়াকত আলী লাকী এর গ্রন্থনা ও নির্দেশনায় নাট্যালেখ্য মুজিব মানে মুক্তি।
আজ বিকাল ৫টা থেকে একাডেমির জাতীয় নাট্যশালার লবিতে বঙ্গবন্ধুর উপর প্রকাশিত গ্রন্থের প্রদর্শনীতে স্থান পায় বঙ্গবন্ধু পূর্ণ জীবন, বঙ্গবন্ধুর জীবন কথা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইতিহাস ও তত্ত্ব, দি ব্ল্যাক আগস্ট ১৯৭৫, শেরেবাংলা হইতে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর স্বপ্ন ও সংগ্রাম, বঙ্গবন্ধুর মানবাধীকার-দর্শন বক্তৃতার সারসংক্ষেপ, জনকের মুখ, দি ফাদার অফ দি ন্যাশন, আমার বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষনা হাইকোর্টের ঐতিহাসিক রায়, মহাকালের মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু গ্রন্থমালা-১, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, চিরঞ্জীব শেখ মুজিব এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশসহ প্রায় শতাধিক গ্রন্থ।
বিকাল ৫.৩০টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন।
আলোচনা শেষে ঢাকা সাংস্কৃতিক দল পরিবেশন করে সাড়েসাত কোটি মানুষের আর একটি নাম, ধন্য মুজিব ধন্য এবং অনেক রক্ত দিয়েছি গানের কথায় সমবেত সঙ্গীত এবং লিয়াকত আলী লাকী এর গ্রন্থনা ও নির্দেশনায় নাট্যালেখ্য ‘মুজিব মানে মুক্তি’ পরিবেশন করে লোকনাট্যদল সিদ্ধেশ্বরী।
এছাড়াও আজ বিকেলে ২১ শে আগস্টে সংগঠিত নারকীয় গ্রেনেড হামলা উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২১-২৩ আগস্ট ২০১৬ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ভাস্কর্য গ্যালারীতে শিল্পী মাহবুবুর রহমানের ‘রক্তাক্ত ২১শে আগস্ট’ শীর্ষক স্থাপনাশিল্প প্রদর্শনী দেখতে আসেন মাননীয় পররাষ্ট্র মন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী, এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। ছবি সংযুক্ত।