খুনি গ্রেপ্তারে ছাত্র ইউনিয়নের সাতদিন আল্টিমেটাম

0
0

chatro-union1সংগঠনের কর্মী আফসানা ফেরদৌসের মৃত্যুকে হত্যাকান্ড দাবি করে খুনিকে গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাতদিন সময় দিয়েছে ছাত্র ইউনিয়ন। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবসংলগ্ন সচিবালয়ের পাশের রাস্তা এক সমাবেশে সংগঠনের সভাপতি লাকী আক্তার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই হত্যকান্ডে জড়িত রবিনসহ সবাইকে সাতদিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে পুনরায় তদন্ত প্রতিবেদনের দাবি জানাচ্ছি।যদি তাদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে দুর্বার আন্দোলন গড়ে তুলব।

এর আগে বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিকে যাত্রা করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ঘুরে টিএসসি হয়ে দোয়েল চত্বর যায়। সেখানের পুলিশ ব্যারিকেড ভেঙ্গে প্রেস ক্লাবের দিকে যায়।প্রেস ক্লাবের সামনে গিয়ে আবারও পুলিশি বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। সেখানে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। পরে প্রেস ক্লাব ও সচিবালয়ের মাঝখানের রাস্তায় অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা।মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী আফসানাকে অচেতন অবস্থায় গত শনিবার রাতে মিরপুরের আল হেলাল হাসপাতালে ফেলে যায় দুই তরুণ। তার আগেই আফসানার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

আফসানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে দাবি করে তার কথিত বন্ধু তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিনকে শুরু থেকে দায়ী করে আসছে পরিবার।মৃত্যুর এক সপ্তাহ পরও সন্দেহভাজন ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রবিনকে ধরতে পারেনি পুলিশ।আফসানা আত্মহত্যা করেছেন বলে তার মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক বললেও তা প্রত্যাখ্যান করেছেন স্বজনরা।সমাবেশে লাকী আক্তার বলেন,রোববার আফসানা হত্যার তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে, সেখানে উলে¬খ করা হয়েছে আফসানা আত্মহত্যা করেছেন।আফসানাকে কি মেডিকেলে গিয়ে আত্মহত্যা করেছেন?তনু হত্যার প্রতিবেদন নিয়ে এরকম টালবাহনা করেছিল, তনু হত্যার পর এই রাষ্ট্র জড়িতেদের বিচার করেনি, রাষ্ট্র বার বার ব্যর্থ হয়েছে।

আফসানাকে হত্যা করা হয়েছে দাবি করে তিনি বলেন,এখন পর‌্যন্ত তার হত্যাকা-ে জড়িত ছাত্রলীগের রবিনকে গ্রেপ্তার করা যায়নি। রবিনকে নাকি পুলিশ খুজে পাচ্ছে না।পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় সার্চ করুন, তাকে (রবিন) খুঁজে পাবেন।ন্যায়বিচারের দাবিতে যারা আন্দোলন সংগ্রাম করছে, পুলিশ তাদের লাঠিচার্জ করছে বলে অভিযোগ করেন লাকী।এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী জানান, পুলিশের লাঠিচার্জে সংগঠনের ২-৩ জন নেতাকর্মী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।তবে লাঠিচার্জের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক।

তিনিজানান,নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাব পর‌্যন্ত এসেছে। পুলিশ সারিবদ্ধভাবে তাদের আটকানোর চেষ্টা করেছে, কিন্তু তারা এখান পর্যন্ত চলে এসেছে। তাদের ওপর লাঠিচার্জ করা হয়নি।

সমাবেশের পর লাকী আক্তারের নেতৃত্বে পাঁচসদস্যের একটি প্রতিনিধি দল তিন দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়।তাদের দাবিগুলো হচ্ছে- আফসানার পুনরায় ময়না তদন্ত, হত্যাকান্ডে জড়িত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিনসহ সবাইকে গ্রেপ্তার এবং সোহাগী জাহান তনু, মাহমুদা খানম মিতুর হত্যাকারীদের প্রকৃত স্বরূপ উম্মোচন করে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here