২১ আগস্ট আশ্চর্যজনকভাবে সমাবেশের অনুমতি দেওয়া হয়: প্রধানমন্ত্রী

0
0

21-08-16-PM_Bangabandhu Avenue-4
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার দিন পুলিশের কোনও তৎপরতা ছিল না। এমনকি হামলার পর উদ্ধারের কোনও তৎপরতাও ছিল না। বরং শহরের বিভিন্ন স্থানে আমাদের কর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। আর এ ঘটনা বিশ্ব-বিবেককে নাড়া দিয়েছিল; কিন্তু বিএনপিকে নাড়া দেয়নি।

রবিবার রাজধানীর ‘বঙ্গবন্ধু এভিনিউ’-এ ২১ আগস্টের স্মৃতিচারণ করতে গিয়ে এসব বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২১ আগস্টের আগে আওয়ামী লীগ বেশিরভাগ সময়ই সমাবেশের অনুমতি পেত না। অথচ, ২১ আগস্ট আশ্চর্যজনকভাবে সমাবেশের অনুমতি দেওয়া হয়। সেদিন পুলিশের কোনও তৎপরতা ছিল না। এ ছাড়া অন্যান্য সমাবেশের সময় আশেপাশে স্বেচ্ছাসেবক থাকত। কিন্তু সেদিন কোনও স্বেচ্ছাসেবকেও ঢুকতে দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘হামলার পর কোনও ধরনের উদ্ধার তৎপরতা ছিল না। বরং রাজধানীর বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্য করে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here