গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে একটি পারিবারিক গোরস্থানের ৬টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে ঘটনাটি ঘটে।
বারতোপা গ্রামের স্কুলশিক্ষক জয়নুল আবেদীন ও স্থানীয়রা জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামে সড়কের পশ্চিম পাশে স্থানীয় মোল্লাবাড়ীর পারিবারিক গোরস্থান রয়েছে। ওই গোরস্থানে আবদুল হামিদ মোল্লা, এরশাদ আলী মোল্লা, মনির হোসেন মোল্লা, কাওসার মোল্লা, বানেছা খাতুন ও মজিদ সরকারকে কবর দেয়া হয়। শনিবার দিবাগত রাতে কবর খুঁড়ে তাদের কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রবিবার স্থানীয়রা ওই কবরগুলোর মাটি সরানো দেখতে পান। খবর পেয়ে মৃতদের স্বজনরা ঘটনাস্থলে এসে ওই ৬টি কবরে মরদেহের কোন হাড়গোড়ও খুঁজে পাননি।যে ৬টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, তাঁদের একজন ১০ বছর আগে, দু’জন প্রায় ৮ বছর আগে, একজন ৪ বছর ও দু’জন প্রায় এক বছর আগে মারা গেছেন। একজন সড়ক দুর্ঘটনায় মারা গেলেও অন্যদের মৃত্যু ছিল স্বাভাবিক। স্বজনদের দাবি, রাতে কোন এক সময় কে বা কারা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। শ্রীপুর মডেল থানার এসআই জাকির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।