রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত বহুতল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আজ সকালে আগুন লেগেছে। দমকল বাহিনীর কর্মীগণ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। দমকল বাহিনী সূত্র জানায়, আজ রোববার সকাল ১১টার দিকে বসুন্ধরার সিটি শপিং কমপ্লেক্সের ছয়তলার একটি দোকানে এই আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল ১১টা ২৩ মিনিটে অগ্নিকান্ডের স্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। এই সময় আতঙ্কিত হয়ে বিভিন্ন দোকান থেকে ক্রেতা ও বিক্রেতারা দ্রুত বেরিয়ে আসেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আরো বলেন, “লেভেল ৬ এর একটি দোকান থেকে ধোঁয়া বের হয়ে আসছে বলে সেখানকার নিরাপত্তাকর্মীরা তাকে জানিয়েছেন। কয়েক বছর আগেও রাজধানীর অন্যতম এই শপিং মলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।