ফরিদপুরে ঝড়ে পাঁচজন নিহত

0
0

ফরিদপুরে ঝড়ে পাঁচজন নিহতফরিদপুরের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের বেশি। আজ রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। সকাল থেকেই ফরিদপুরে বৃষ্টি হচ্ছিল। বেলা সাড়ে ১২টার দিকে ঝড় শুরু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝড়ে সদর উপজেলার বাখুণ্ডা এলাকার জোবাইদা করিম জুট মিলের একটি শেড ভেঙে পড়ে অন্তত ৪০ শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জেলার কেশবনগরের বিরেন চন্দ্র বাড়ৈ (৪৫) ও রংপুর জেলার হযরত আলী (৩৫) মারা যান। এ ছাড়া ঘটনাস্থলে আকাশ ও চান মিয়া নামের আরো দুজনের মৃত্যু হয়।

হাসপাতালে চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)নাজিমউদ্দিন আহমেদ সঙ্গে কথা বলে চারজনের মৃত্যুর ব্যাপারে জানা গেছে। এ ছাড়া সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে গাছচাপায় আবুল হোসেন নিহত হয়েছেন। এ ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বিষয়টি জানিয়েছেন। জেলার সদর, সালথা, মধুখালী, নগরকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ে হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত হয় বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here