নেইমার ঝলকে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মত অলিম্পিকে স্বর্ণ জিতলো ব্রাজিল

0
0

নেইমারবিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে প্রথমবারের মত অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জিতলো স্বাগতিক ব্রাজিল। অলিম্পিকে পুরুষ ইভেন্টের ফাইনালে ব্রাজিল টাইব্রেকারে ৫-৪ গোলে হারায় জার্মানদের। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল। এরপর অতিরিক্ত সময়ে আর কোন গোল না হলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে নেইমারের ব্রাজিল। সেই সাথে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল জার্মানির কাছে ৭-১ গোলের হারের প্রতিশোধও নেয়া হয়ে গেলো ব্রাজিলের। গ্রুপ পর্বে প্রথম দু’ম্যাচে ড্র করে দ্বিতীয় রাউন্ডে উঠা নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় ছিলো ব্রাজিল। কিন্তু সেই চিন্তা যে ব্রাজিলের জিদ বাড়িয়ে দেয় তা বুঝতে পারেনি প্রতিপক্ষরা। তাই পরের ম্যাচগুলোয় দাপট দেখিয়ে ফাইনালেও উঠে ব্রাজিল। সেখানে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল পায় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। তাই স্বর্ণ পদক জয়ের আশা অনেকেই ফিকে দেখছিলেন। কিন্তু স্বর্ণ নিয়ে স্বপ্ন দেখছিলেন ব্রাজিল দলপতি নেইমার।

তাই মারাকানা স্টেডিয়ামে ২৬ মিনিটে স্বপ্ন পূরণের পথ দেখান নেইমার। ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন বার্সেলোনার তারকা খেলোয়াড় নেইমার। ফলে মারাকানায় গোলের আনন্দে এক সঙ্গে নেচে উঠে প্রায় ৭০ হাজার দর্শক। এই গোলে আত্মবিশ্বাস আরও বেড়ে যায় ব্রাজিলের। তাই জার্মানির উপর আধিপত্য বিস্তারের মাত্রা আরও বাড়িয়ে দেয় তারা। ফলে ব্যাকফুটে চলে যায় জার্মানি। কিন্তু প্রতিপক্ষকে চাপে ফেলেও এই অর্ধে আর কোন গোল আদায় করতে পারেনি ব্রাজিল। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই ম্যাচের প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

পিছিয়ে পড়ায় দ্বিতীয়ার্ধে নিজেদের পরিকল্পনায় পরিবর্তন আনে জার্মানি। ফলে সেই পরিকল্পনায় কিছুটা দিশেহারা ছিলো ব্রাজিলের মধ্যমাঠ। তাই মধ্যমাঠের ভুলে জার্মানির আক্রমনে চাপে পড়ে যায় ব্রাজিল। সেই সুযোগে ম্যাচের ৫৯ মিনিটে গোল করে স্কোরলাইনে সমতা আনে জার্মানি। লেফট-ব্যাকের জারমি তোলজানসের ক্রস থেকে গোল করেন স্ট্রাইকার মিয়ার ম্যাক্সিমিলিয়ান। ফলে ম্যাচে ১-১ সমতা বিরাজ করে।
এই সমতা নির্ধারিত ৯০ মিনিট শেষেও বজায় থাকে। ফলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও আক্রমনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলো ব্রাজিল ও জার্মানি। বেশক’টি ভালো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি দল দু’টি। ফলে স্বর্ণপদক নির্ধারনের জন্য টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় নামতে হয়ে ব্রাজিল ও জার্মানিকে।

টাইব্রেকারে প্রথম শট নেয় জার্মানি। শুরুটা চমৎকারই ছিল তাদের। গোল দিয়ে শুরুটা চমৎকার করেছিলো ব্রাজিলও। শুভ সূচনা হওয়ায় পরের তিন শটেও গোল করে শতভাগ সাফল্য পায় ব্রাজিল ও জার্মানি। তবে পঞ্চম শটে এসেই খেই হারিয়ে ফেলেন জার্মানির স্ট্রাইকার নিলস পিটারসেন। গোল করতে ব্যর্থ হন তিনি। ফলে পঞ্চম শটটি থেকে গোল করতে পারলেই প্রথমবারের মত স্বর্ণ পদক জিতবে ব্রাজিল। এমন সমীকরনে পঞ্চম শটে গোল করে ব্রাজিলকে স্বর্ণপদক এনে দেন নেইমার নিজেই। এতে শুধুমাত্র মারাকানার ৭০ হাজার দর্শকই নয়, পুরো ব্র্রাজিল আনন্দে উচ্ছসিত হয়ে উঠে। জার্মানিকে হারিয়ে অলিম্পিকের স্বর্ণপদক জয়ের স্বাদটা কতটা মিষ্টি হতে পারে তা কেবলই ব্রাজিলই বুঝতে পারবে। কেননা গত বিশ্বকাপের সেমিফাইনালে তিক্ত হারের তেতোঁ স্বাদটা তো ব্রাজিলই পেয়েছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here