তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়িপ এরদোগান বলেছেন, ইসলামিক স্টেট (আইএস) জিহাদিরা দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানটেপ নগরীতে একটি বিয়ের অনুষ্ঠানে হামলাকারী হতে পারে। ওই হামলায় ৩০ জন নিহত হয়েছে। শনিবার এক লিখিত বিবৃতিতে এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন, নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও দায়েশ (আইএস)’র মধ্যে কোন পার্থক্য নেই। গুলেনকে গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার জন্য দায়ী করা হচ্ছে। তিনি বলেন, আইএস গাজিয়ানটেপে হামলাকারী হতে পারে।
তিনি বলেন, ‘আমাদের ওপর যারা হামলা করছে তাদেরকে আবারো তুরস্ক একটা বার্তা দিতে চাই যে-তোমরা সফল হবে না।’ এরদোগান বলেন, কেবল গত মাসেই পিকেকে’র হামলায় নিরাপত্তা বাহিনীর ৭০ জন নিহত হয়।
তিনি বলেন, গাজিয়ানটেপের মত হামলার উদ্দেশ্য হল আরব, কুর্দি ও তুর্কম্যানের মত তুরস্কের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ এবং জাতিগত ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করা। তিনি বলেন, তুরস্ক গাজিয়ানটেপ হামলার উস্কানির কাছে নতি স্বীকার করবে না এবং এর পরিবর্তে ঐকমত্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব প্রদর্শন করবে। আঙ্কারা দীর্ঘদিন থেকে জোরালোভাবে বলে আসছে, নিষিদ্ধ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে কোন পার্থক্য নেই। একইসঙ্গে দেশটি পিকেকে’র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পশ্চিমাদের প্রতি আহবানও জানিয়েছে।