আত্মহত্যা করেছেন আফসানা, ধারণা চিকিৎসকের: ক্ষুব্ধ পরিবার

0
0

আত্মহত্যা করেছেন আফসানা, ধারণা চিকিৎসকের

ছাত্র ইউনিয়নকর্মী আফসানা ফেরদৌস আত্মহত্যা করেছেন বলে মরদেহের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন। ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম শফিউজ্জামান বলেন, প্রাথমিকভাবে আফসানা আত্মহত্যা করেছেন বলেই মনে হচ্ছে। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। তবে আরও কিছু পরীক্ষা বাকি থাকায় আফসানাকে ধর্ষণ কিংবা বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।

আত্মহত্যার যেধরনের লক্ষণ থাকে, আফসানার ক্ষেত্রে সেগুলো পাওয়া গিয়েছে। বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে কিনা বা তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই প্রতিবেদন পেলে বলা যাবে, বলেন অধ্যাপক শফি। এদিকে, রাজধানীর মিরপুর সাইক ইনস্টিটিউটের ছাত্রী আফসানা ফেরদৌস আত্মহত্যা করেছেন এমন ময়নাতদন্ত প্রতিবেদনে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা।ঘটনাটি ধামাচাপা দিতে প্রভাবশালী মহলের চাপে এমন প্রতিবেদন দেওয়া হয়েছে বলে অভিযোগ আফসানার পরিবারের। ন্যায় বিচারের আশায় তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।আফসানার ভাই ফজলে রাব্বি অভিযোগ করেন, আফসানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কিন্তু ময়নাতদন্তে আত্মহত্যার কথা বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

আফসানার মা স্কুল শিক্ষিকা সৈয়দা ইয়াসমিন বলেন, দেশে কোনো আইন-কানুন নাই। সব কিছু টাকার কাছে বিক্রি হয়ে যায়। আফসানা কখনোই আত্মহত্যা করেনি। রাজধানীর তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ওরফে রবিন ও তার কয়েক বন্ধু মিলে আফসানাকে হত্যা করেছে। এখন বিষয়টি ধামাচাপা দিতে ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যার কথা বলা হচ্ছে।আফসানার মামা মোফাজ্জল হোসেন বলেন, হাসপাতালে যারা আফসানার মরদেহ চিকিৎসার নামে ফেলে রেখে গেছে তারাই প্রকৃত খুনি। সিসি ক্যামেরায় ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। কিন্তু তারা সরকার দলীয় প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের এখনো আটক করছে না। তাদের জিজ্ঞাসাবাদ করলে আসল ঘটনা উদঘাটন হবে।এদিকে, আফসানা হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে রোববার (২১ আগস্ট) সকালে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় মানববন্ধন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গত ১১ আগস্ট আফসানা নিখোঁজ হয়। ১৩ আগস্ট রাতে কাফরুলের একটি বেসরকারি হাসপাতালে তাকে মৃত অবস্থায় ফেলে রেখে যায় দুই তরুণ। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় কাফরুল থানা পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি।মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী আফসানাকে অচেতন অবস্থায় গত শনিবার রাতে মিরপুরের আল হেলাল হাসপাতালে ফেলে যায় দুই তরুণ। তার আগেই আফসানার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।আফসানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে দাবি করে তার কথিত বন্ধু তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিনকে শুরু থেকে দায়ী করে আসছে পরিবার। মৃত্যুর এক সপ্তাহ পরও সন্দেহভাজন ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রবিনকে ধরতে পারেনি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here