গুলশান হামলা: তাহমিদ কারাগারে

0
0

তাহমিদ কারাগারেগুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেফতার তাহমিদ হাসিব খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রনক কুমার ভক্ত জানান, আসামি (তাহমিদ) পক্ষের আইনজীবীরা তাহমিদের জামিন আবেদন করেছিলেন। জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে পুলিশ তার আরও কোনও রিমান্ড আবেদন করেনি।

গুলশানের ঘটনায় ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে ৪ ও ১৩ আগস্ট দুই দফায় ৮ ও ৬ দিনের রিমান্ডে ছিলেন তিনি। উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়। তার আগে সেখানে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। হলি আর্টিজানে হামলার ঘটনার দিন সকালে দেশে ফেরা কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ হাসিব খানও সেদিন ওই রেস্তোরাঁতেই ছিলেন। তবে ২ জুন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের তিনিসহ আরও কয়েকজনের সঙ্গে হলি আর্টিজান থেকে বেরিয়ে আসেন। অবশ্যই হলি আর্টিজান থেকে উদ্ধার হওয়া জিম্মিদের মধ্যে যে কয়জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে তাহমিদও ছিলেন।

পরে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য গত ৪ আগস্ট ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই জনকেই আটদিন করে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরপর ১৩ আগস্ট ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন তাকে ফের ছয়দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here