আব্দুল্লাহ আল-মামুন এর প্রয়ান দিবসে ‘প্রথম পার্থ’ নাটকের রজতজয়ন্তী মঞ্চায়ন

0
0

IMG_1048

আগামী ২১শে আগস্ট ২০১৬ এদেশের প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা শ্রদ্ধেয় আব্দুল্লাহ-আল মামুন স্যারের প্রয়ান দিবসে ‘আব্দুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল প্রাক্তনী’ তাঁর স্মৃতিচারন অনুষ্ঠান ও প্রাক্তনীর নিয়মিত প্রযোজনা ‘প্রথম পার্থ’ নাটকের রজতজয়ন্তী মঞ্চায়ন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষন থিয়েটার হলে, সন্ধ্যা ৭ টায়। নাটক মঞ্চায়নের পূর্বে আব্দুল্লাহ আল মামুন এর স্মৃতিচারন করবেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবং রজতজয়ন্তী মঞ্চায়ন শেষে ‘আব্দুল্লাহ আল মমুন থিয়েটার স্কুল প্রাক্তনী’র পক্ষ থেকে কিছু আনুষ্ঠানিকতার ব্যবস্থা করা হয়েছে।

মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্ব রাত্রির ঘটনা অবলম্বনে ‘বুদ্ধদেব বসু’র ‘প্রথম পার্থ’ নাটকটি ২০১৪ সালের ১৪ই ফেব্র“য়ারী তরুণ নাট্যনির্দেশক জয়িতা মহলানবীশের নির্দেশনায় মঞ্চে আসে। নাটকটি এরই মধ্যে ২৪ টি প্রদর্শনী সম্পন্ন করেছে। নাটকটি ঢাকার মঞ্চে বেশ সাড়া ফেলেছে এবং সাফল্যের সাথে দেশ ও দেশের বাইরে বেশ কয়েকটি নাট্যোৎসবে অংশগ্রহন করেছে।

জনপ্রিয় অভিনেত্রী শিরিন বকুল, তানিয়া হোসেন, নূর জামান রাজা, গোলাম শাহারিয়ার সিক্ত সহ ‘আব্দুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের প্রাক্তন সদস্যরা এ নাটকে অভিনয় করে আসছেন। বাংলাদেশের খ্যাতনামা সঙ্গীত তারকা পার্থ বড়–য়া ‘প্রথম পার্থ’ নাটকের আবহ সঙ্গীত নির্মান করেন। এ সময়ের ঢাকার ম্েঞ্চর তরুন ডিজাইনার পলাশ হেনড্রী সেন আলোক ও মঞ্চ সজ্জা পরিকল্পনা করেছেন। পোশাক পরিকল্পনা শামীমা শওকত, প্রপ্স নির্মান রবিন বসাক এবং কোরিগ্রাফি করেছেন রিফাত রিয়াজ জ্যোতি।

নাটক মঞ্চায়নের পূর্বে আব্দুল্লাহ আল মামুন এর স্মৃতি চারন করবেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবং রজতজয়ন্তী মঞ্চায়ন শেষে ‘আব্দুল্লাহ আল মমুন থিয়েটার স্কুল প্রাক্তনী’র পক্ষ থেকে কিছু আনুষ্ঠানিকতার ব্যবস্থা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here